শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী হত্যার ২৫ বছর পর স্বামীর যাবজ্জীবন

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে স্ত্রী মিনালী রানী পালকে হত্যার দায়ে স্বামী গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরের দিকে মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত গোবিন্দ চন্দ্র পাল উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়ের কান্দি এলাকার গোপাল পালের ছেলে। তিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর মিলানী রানী পালকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী গোবিন্দ চন্দ্র পাল।

পরে এ ঘটনায় শিবচর থানার পরিদর্শক আব্বাস উদ্দিন বাদী হয়ে গোবিন্দ চন্দ্র ও অজ্ঞাতদের আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় শিবচর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) নাজমুল হক তদন্তের পর ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি ২০ জন সাক্ষীর নামসহ গোবিন্দ চন্দ্র পালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এরপর আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাসহ ৯ জনের সাক্ষ্য গ্রহণ করে।

পরে বিচারিক আদালতে দীর্ঘ ২৫ বছর যুক্তিতর্ক শেষে উপযুক্ত সাক্ষী প্রমাণের ওপর ভিত্তি করে মিলানী রানীর স্বামী গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তবে এ রায় ঘোষণার সময় আসামি বা আসামি পক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিদ্দিকুর রহমান সিং বলেন, ঘটনার পর আসামি গোবিন্দ চন্দ্র পাল পলাতক রয়েছেন। মিলানী রানী পালকে হত্যা মামলায় দীর্ঘ ২৫ বছর যুক্তিতর্ক শেষে আদালত এই মামলার একমাত্র আসামি গোবিন্দ চন্দ্র পালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। তাকে ধরতে আদালত পুলিশকে নির্দেশ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ