শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীক্ষার্থীদের সাহস দিতে ঘুমধুমে ডিসি

news-image

কক্সবাজার প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজী এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তারা ঘুমধুমের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন পরিষদে গিয়ে স্হানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে কথা বলেন। এর আগে তারা ঘুমধুম থেকে এসএসসি পরীক্ষার স্থানান্তরিত কেন্দ্র কুতুপালং উচ্চ বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বলেন।

কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঘুমধুমের পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দেবে। তাদের সাহস জোগাতে এসেছি, আশ্বস্ত করেছি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সব সময় পাশে আছে।

এ সময় তিনি আরো জানান, সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তাহীনতার বিষয়টি সরকার অবগত, প্রশাসনের পক্ষ থেকে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে তুমব্রু জিরো পয়েন্টে এক রোহিঙ্গা শরণার্থী নিহত এবং আরো ৬ জন আহত হন। সেই রাতেই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় তৈরি হওয়া বৈরি পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ায় স্থানান্তর করে বান্দরবান জেলা প্রশাসন।