শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকালে ২ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক দালালসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে ফুলগাজীর তারাকুচা সীমান্ত পিলার দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয় ।

|
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুলগাজী উপজেলার তারাকুচা এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের সময় বিজিবির টহলদল দিপক ও ওহাবকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বাংলাদেশি একটি পাসপোর্ট জব্দ করে বিজিবি। দিপক প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায় যে, মন্দিরে প্রার্থনা করার জন্য চলতি বছরের ১৪ এপ্রিল বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের নদীয়া জেলায় গিয়েছিলেন। পরে ওহাবের সহযোগীতায় তারাকুচা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেন।

ওহাব এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

জাকির জানান, আটকদের নামে শুক্রবার রাতে মামলা দায়ের করা হয়েছে। আর জব্দকরা মালামালসহ আসামিদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক, পরিচালক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, আসামি ওহাবকে থানায় হস্তান্তরের সময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সামনে বিজিবি টহলদলের সদস্যদের নামে নারীঘটিত মিথ্যা মামলা করবে বলে হুমকি দেয়। এ সময় পুলিশের পরামর্শ অনুযায়ী বিজিবির পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন