রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গলে ফেলে রাখা সেই বৃদ্ধাকে অবশেষে ঘরে তুলে নিলেন সন্তানরা

news-image

নিজস্ব প্রতিবেদক : বউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় মাকে রাস্তার পাশের একটি পরিত্যক্ত জঙ্গলে ফেলে যাওয়া মা টুনি বেওয়াকে (৮২) ঘরে তুলে নিলেন তার সন্তানরা। জেলা কৃষক লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম আশ্বাসে মাকে ঘরে তুলে নেন সন্তানেরা।

আব্দুল হাকিম বলেন, ওই বৃদ্ধার নাম টুনি বেওয়া, বাড়ি শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামে। দুই ছেলে ও তিন মেয়ে থাকলেও মায়ের দেখাশুনার দায়িত্ব কেউ নিতে চান না। একজন আরেকজনের ওপর মার দেখাশুনার ভার দিতে চান। বড় ছেলের কাছে ছিলেন মর্জিনা বেগম। শুক্রবার সেই ছেলেই তার মাকে বালিগ্রাম এলাকায় তার বোনের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যান।’

তিনি আরও বলেন, বাড়ির সামনে রাস্তায় পড়ে থাকা মাকে দেখেও নিজের কাছে রাখার সামর্থ্য নেই বলে মাকে নিতে রাজি হননি টুনি বেওয়ার মেয়ে নাজমা খাতুন। স্বামী পরিত্যক্তা মেঝো মেয়ে নাজমার কাছেই এর আগে প্রায় ৪ বছর ছিলেন টুনি, তবে বাসাবাড়িতে কাজ করা নাজমা এখন অসুস্থ হওয়ায় মাকে রেখে এসেছিলেন বড় ভাইয়ের বাড়িতে। সেই ভাইও মাকে ফেলে যায় তার বাড়ির সামনে।

আব্দুল হাকিম বলেন, ‘রাস্তায় পড়ে থাকা মাকে নিয়ে ছেলেমেয়েদের এমন টানা-হেঁচড়ার খবর জানতে পেরে আমি সেখানে যাই। টুনি বেগমের সন্তানদের সঙ্গে কথা বলে সবার সম্মতিতে ছোট মেয়ে নাসিমা খাতুনের কাছে বৃদ্ধাকে রাখার ব্যবস্থা করি। নাসিমা খাতুনও বাসাবাড়িতে কাজ করে ভাড়া বাড়িতে থাকেন, তার কর্মসংস্থান ও বৃদ্ধ মায়ের খাওয়া দাওয়া ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দিই।’

তিনি আরও বলেন, ‘একজন ছেলে কীভাবে তার মাকে ফেলে যেতে পারে, বিষয়টি ভেবে অবাক হয়েছি। অত্যন্ত অমানবিক কাজ করেছে তার ছেলে ও ছেলের বউ। ওই বৃদ্ধা মায়ের চিকিৎসার পাশাপাশি ভরণপোষণের দায়িত্ব নিয়েছি। নিজ খরচে তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলব, ইনশাআল্লাহ।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪