রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়েছে কলকাতার অভিনেতা!

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার এক অভিনয়শিল্পী ও প্রযোজকের দ্বন্দ্ব। তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে বেরিয়ে আসে বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার। আর এমন অভিযোগ করেন ওপার বাংলার প্রযোজক রানা সরকার। যা নিয়ে টলিপাড়ার এখন তুমুল উত্তেজনা বিরাজ করছে। আর সেটা ঢালাওভাবে প্রকাশ করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।

সংবাদে উল্লেখ করা হয়, বছরখানেক আগে রানা সরকারকে নিয়ে ক্ষেপে উঠেছিল টলি ইন্ডাস্ট্রির কলাকুশলীরা। প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শিল্পী থেকে কলাকুশলী কারও পারিশ্রমিকই যথাযথভাবে দিতেন না। বকেয়া পারিশ্রমিক নিয়ে টলিপাড়ার অন্দরে তুমুল ঝামেলা, মিটিং-মিছিল, শুটিং বন্ধ সবই হয়েছে।

তবে টলিউড-প্রত্যাবর্তন করলেন জাঁকজমকভাবে। একের পর এক বিগ বাজেট সিনেমার ঘোষণা। কখনো সৃজিত মুখোপাধ্যায়, কখনো বা শ্রীজাতর সিনেমায় টাকা ঢালছেন তিনি। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এমন দাবি করে একটি পোস্ট দেন ফেসবুকে। তবে সেখানে তিনি কারও উল্লেখ করেননি।

কিন্তু জয়জিতের পোস্ট রানা সরকার নিজের গায়ে মেখে উত্তর দেন, ‘মিথ্যাগুলো সামলাতে না পেরে আমাকে ব্লক করে দিল জয়জিৎ ব্যানার্জী। আমি চ্যালেঞ্জ করলাম, পালিয়ে গেল। ওর পরিবারের লোক বাংলাদেশের নায়ক শাকিব খানের ৩০ লাখ টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছেন। কেউ শাকিব খানকে জিজ্ঞেস করুন জানতে পারবেন। তারপরও বড় বড় কথা, আজব লোক। স্ক্রিনশটগুলো থাকল আইনি ব্যবস্থা নেওয়ার জন্য।’

সবশেষ জয়জিতের বিরুদ্ধে রানা এও প্রশ্ন ছোড়েন, ‘এসব মিথ্যাবাদী অভিনেতা নিয়ে আমাদের জগৎ। কী করে বাংলা সিনেমার ভালো হবে?’

বিষয়টির সত্যতা জানতে শাকিব খানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪