রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হত্যার ১৪ বছর পর নয়জনের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ায় জমি নিয়ে বিরোধে জেরে আব্দুল জব্বার (৬২) নামের এক বৃদ্ধকে হত্যা মামলায় নয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বগুড়ার ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ১৪ বছর পর এই রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি নগরকান্দি গ্রামের ইসমাইল হোসেন ওরফে ইউনুছ, তার দুই ছেলে জাকির মিয়া ও মাসুদ মিয়া। এ ছাড়া একই গ্রামের আব্দুল খালেক, ইনতাজ আলী, সুলতান মোল্লা, মানিক মিয়া, আব্দুল গফুর ও আব্দুল গনি। এই নয়জনের মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক আছেন।

মামলার বাদী মোহাম্মদ সাজু জানান, নিহত আব্দুল জব্বার তার বড় ভাই। আসামিদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ২০০৮ সালের ২০ জুন দুপুরে শাখারিয়া ইউনিয়নের নুরইল বিল এলাকায় জমি মাপার সময় আসামিরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জব্বারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৫ জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হয়।

বগুড়ার সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি জানান, মামলার ১৫ আসামির মধ্যে নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দিয়েছেন আদালত। বাকি ছয় আসামিকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত