শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলা সভায় ইউপি চেয়ারম্যানদের হাতাহাতি

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে। এতে সভা পণ্ড হয়ে যাওয়ার উপক্রম হয়।

আজ রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার শেষাংশে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পরবর্তী সম্পাদক কে হচ্ছেন? এমন জনমত জরিপের মন্তব্যে মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ও সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজিস সালেকীন রিমনের মধ্যে বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতি থেকে মারামারির উপক্রম হয়।

সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবা উল আলম ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের বারবার অনুরোধ সত্ত্বেও তারা ঝগড়া থেকে নিবৃত্ত না হওয়ায় পুরো হলরুমে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। পরে হ্যান্ডমাইকে ইউপি চেয়ারম্যানদের হাতাহাতি থেকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। এরপর উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পরিস্থিতি শান্ত হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবা উল আলম ভূঁইয়া এবং উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন দুঃখ প্রকাশ করেন।

উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন ঝগড়ায় লিপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয়সহ উপস্থিত সবাই ইউপি চেয়ারম্যানকে তার অফিস কক্ষে চা-কফির নিমন্ত্রণ জানিয়ে আইনশৃঙ্খলা সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪