সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিফ পাস্তা

news-image

বিকালে সবাই কম বেশি নাস্তা খেতে পছন্দ করেন। অথবা ছেলে মেয়েদের বিকালের নাস্তায় কি দিবেন সেটা নিয়েও চিন্তিত থাকেন। আবার মেহমান আসলে কম ঝামেলায় ভালো কি নাস্তা পরিবেশন করবেন তা নিয়েও ভাবনা থাকে অনেকের। তাই কম সময়ে নাস্তার জন্য বানিয়ে ফেলতে পারেন মজাদার ও সুস্বাদু বিফ পাস্তা। আসুন জেনে নেই এর প্রস্তুত প্রণালী-

উপকরণঃ পাস্তা, ডিম, লবণ, সয়া সস, টমেটো সস, ১ টি গাজর কুঁচি , ১ চামচ আদা ও রসুন বাটা, ৩ কাপ গরুর মাংস কুঁচি করে কাটা ১/২ কাপ পেঁয়াজ কুঁচি, সামান্য জিরা, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া।

প্রস্তুত প্রণালীঃ

# প্রথমে পাস্তা ভালো করে পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার সময় সামান্য একটু লবন ও পাস্তার প্যাকেটে থাকা পাস্তা মশলা দিয়ে দিন। খেয়াল রাখুন যাতে পাস্তা বেশি নরম না হয়ে যায়। পাস্তা সেদ্ধ হয়ে গেলে পানি ছেকে একটি জালিতে বিছিয়ে ঠান্ডা হতে দিন।

# ১ টি অথবা ২ টি ডিম নিয়ে তেলে ভেঁজে ঝুড়ি করে বাটিতে উঠিয়ে রাখুন।

# এবার একটি কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুঁচি, আদা রসুন বাটা, লবন, সামান্য জিরা, হলুদ, মরিচ ও ধনিয়া গুড়া দিয়ে মশলা ভালো ভাবে কষিয়ে নিন। খেয়াল রাখবেন মশলা যাতে পুড়ে না যায়। এরপর এতে গরুর মাংস দিয়ে ভালো ভাবে কষিয়ে রান্না করুন। পানির প্রয়োজন হলে সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। তবে বেশি পানি দেয়ার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন সেদ্ধ করার জন্য ততটুক পানি ব্যবহার করুন।

# মাংস সেদ্ধ হয়ে গেলে এতে গাজর কুঁচি দিয়ে দিন।এরপর ভালো ভাবে আবার কষিয়ে নিন।

# এরপর সামান্য একটু সোয়া সস এবং টমেটোর সস দিয়ে ২ মিনিট রান্না করুন।

# বাড়তি স্বাদ আনার জন্য বাজারে পাওয়া যায় ম্যাজিক মশলা সেটা এক প্যাকেট ছিটিয়ে দিতে পারেন।

# এরপর পাস্তা গুলো মাংসের মধ্যে দিয়ে ভালো করে ৫ মিনিট রান্না করুন।

# এরপর ঝুড়ি করা ডিম দিয়ে মিশিয়ে নিন।
ব্যস এভাবেই খুব সহজেই তৈরি নিতে পারেন বিকালের আনন্দ উপভোগ করার মতো মজাদার ও সুস্বাদু বিফ পাস্তা।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে