রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রলীগ সভাপতির বাড়ির সামনে মিলল বোমাসদৃশ ৬ বস্তু

news-image

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে বোমাসদৃশ ছয়টি বস্তু উদ্ধার করেছে রূপসা থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রূপসা উপজেলার সিংহেরচর এলাকার বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে কে বা কারা একটি বাজারের ব্যাগ পারভেজ হাওলাদারের বাড়ির সামনে রেখে যায়। পরে ব্যাগ সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। সন্দেহ হলে দু-একজন ব্যাগের মধ্যে উঁকি দিয়ে দেখতে পান, তার মধ্যে লাল টেপ দিয়ে প্যাঁচানো বোমাসদৃশ বস্তু রয়েছে। পরে খবর দিলে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে সেখানেই খুলে দেখে, সেগুলো বোমা বা ককটেল নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বোমার খবর শুনে সেখানে গিয়ে সেগুলো দেখে সন্দেহ হয়। পরে ধীরে ধীরে টেপগুলো খুলে দেখা যায় কৌটার মধ্যে কিছুই নেই। আতঙ্ক সৃষ্টির জন্যই হয়তো কেউ সেগুলো সেখানে রেখে গেছে।

এ ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার বলেন, ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ার খবর শুনে বাড়ি থেকে বের হন। আতঙ্ক সৃষ্টির জন্য বা ভয় দেখানোর জন্য প্রতিপক্ষরা এমন কাজ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪