সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে মুসলিম অ্যাক্টিভিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : সম্প্রতি ভারতে ক্ষমতাসীন দল বিজেপির দুই শীর্ষস্থানীয় নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এরই প্রতিবাদে ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভ করেন অনেকেই। জানা যায়, বেশ কয়েক জন মুসলিম অ্যাক্টিভিস্টের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

কাতারভিত্তক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, গত মে মাসে এক টেলিভিশন বিতর্কে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার মন্তব্যের পর ভারত ও বিভিন্ন বিদেশে নিন্দার ঝড় ওঠে। বিজেপি সাময়িকভাবে বরখাস্তও করেন নূপুরকে।

নূপুর শর্মার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ভারতের মুসলিমরা বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ করেন। বিক্ষোভে সংঘর্ষ ও সহিংসতায় দুজন মারা যায় এবং বিক্ষোভে জড়িত থাকা উত্তরপ্রদেশের বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়।

এরপরই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবৈধ স্থাপনা এবং বিক্ষোভে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানান রাজ্য বিজেপির মুখপাত্র।

গত শুক্রবার বিক্ষোভে পাথর ছোড়ার অভিযোগে কয়েকজনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার মধ্যে আছেন রাজনীতিবীদ জাভেদ আহমেদ। তার মেয়ে আফরিন ফাতিমা মুসলিম অধিকার নিয়ে কাজ করছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা এক টুইট বার্তায় বলেন, ‘বিশৃঙ্খলকারীরা মনে রাখবেন, শুক্রবারের পরই আসে শনিবার।’

আলজাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাক্টিভিস্ট ফাতিমা বলেন, ‘যখন আমাদের ২০ বছরের পুরোনো বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল তখন আমরা কেউই বাড়িতে ছিলাম না। শুক্রবারে বিক্ষোভের কয়েক ঘণ্টা পর পুলিশ বাড়িতে এসে ৫৭ বছর বয়সী আমার বাবা মোহাম্মদ জাভেদ, আমার মা পারভিন ফাতিমা (৫২) এবং আমার টিনেজার বোন সুমাইয়াকে থানায় নিয়ে যায় ‘

২৪ বছর বয়সী ফাতিমা আল জাজিরা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন,‘ শুক্রবার রাত ৮.৫০ মিনিটে পুলিশ আমাদের বাড়ি এসে বলেছিল আমার বাবার সঙ্গে কথা বলতে চায়। তারা তাকে (বাবা) তাদের সঙ্গে থানায় যেতে বলেছিল। তারা গ্রেপ্তারের ব্যাপারে কিছু জানায়নি। তারা আমাদের কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেনি।’

জাভেদ একজন মুসলিম রাজনীতিবীদ। এই বিক্ষোভের মা্স্টারমাইন্ড হিসেবে পুলিশ জাভেদকে দায়ী করছে।

গতকাল রোববার সকালে পারভীন এবং সুমাইয়াকে পুলিশ ছেড়ে দেয়।

ফাতিমা বলেন, আমার মা এবং বোনকে অনৈতিকভাবে ৩০ ঘণ্টা আটকে রাখা হয়েছিল।

ফাতিমা তার বাবার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কর্তৃপক্ষের বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়া বেআইনি। এই বাড়িটি ভেঙে ফেলা পুরোপুরি বেআইনি। কারণ এটি আমার বাবার বাড়ি নয়। বরং এটি আমার মায়ের নামে রয়েছে। আমরা প্রায় ২০ বছর ধরে আমাদের বাড়ির কর দিচ্ছি। একবারও এলাহাবাদের উন্নয়ন কর্তৃপক্ষ আমাদের বলেনি এটি অবৈধ স্থাপনা। যদি এটা অবৈধ স্থাপনা নয় তাহলে তারা কেন এতদিন কর নিলেন?’

তিনি বলেন, ‘বাবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবার আগে বাড়িটি ভেঙে ফেলা হলো । আমার বাবা যে বিক্ষোভের মাস্টারমাইন্ড ছিলেন এমন অভিযোগ প্রমাণ না করে যা তিনি ছিলেন না তার শাস্তি আমাদের দিচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে