শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাকালে ৩২ শতাংশ নারী খাদ্য অনিশ্চয়তায় পড়েছে

news-image

করোনা মহামারি সবক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে নারী ও শিশুর ওপর এই নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। বিশেষ করে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে পুরুষের তুলনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছিল নারীরা।

এক গবেষণা জরিপে দেখা গেছে, এই মহামারিকালে ৩২ শতাংশ নারী খাদ্য অনিশ্চয়তায় ভুগেছে। এ সময় নারীর প্রতি সহিংসতা, কর্ম ঘণ্টা ও মানসিক চাপ বেড়েছে। স্বাস্থ্য সেবা প্রাপ্তি বা নেওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাবও পড়েছিল।

‘কোভিড-১৯ জেন্ডার রিস্ক, ইমপেক্ট অ্যান্ড রেসপন্স : রিসার্চ অ্যান্ড পলিসি গাইডেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এক জরিপে এমন তথ্যই ওঠে এসেছে। আজ সোমবার সকালে ব্র্যাক সেন্টারের অডিটোরিয়ামে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির অধীন জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের এই জরিপে আর্থিক সহায়তা করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিন ধাপে এই জরিপটি পরিচালিত হয়।

ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ড. অতনু রাব্বানি এবং সহযোগী গবেষক মৌমিতা ইসলাম জরিপের তথ্য তুলে ধরেন। ব্র্যাকের চেয়ারপার্সন ড. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর। বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ভারপ্রাপ্ত ডিন ও অধ্যাপক ড. মালবিকা সরকার, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন, একশন এইড বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর ফারহা কবির, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শারমিন্দ নিলোর্মি, ডেইলি স্টারের সিনিয়র ডেপুটি এডিটর আশা মেহেরিন আমিন।

অনুষ্ঠানে জানানো হয়, করোনা মহামারি নারীর ওপর সামাজিক ও জেন্ডার দুই ক্ষেত্রেই প্রভাব ফেলেছে। পুরুষের তুলনায় নারীরা সামাজিক ও আর্থিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ায় এই জরিপটি করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে, ভাতের (শর্করা) ওপর নির্ভরশীলতা কিছুটা কমে গিয়েছিল। অপরদিকে মাছ, মাংস, ডিম, দুধ অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার ছেড়ে দেওয়ার প্রবণতাও বেশি ছিল। কিন্তু পরে দেখা গেছে, ভাত গ্রহণ করা ঠিক থাকলেও মানসম্মত খাবার গ্রহণের পরিমাণ কমে এসেছে। ফলমূলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।

এদিকে লকডাউন চলাকালে নারীদের মজুরিবিহীন গৃহস্থালি কাজের পরিমাণ এবং কর্মঘণ্টা বেড়ে গিয়েছিল। চাকরি নিয়ে অনিশ্চয়তা ছিল। লকডাউনের পর যদিও অনেকেই চাকরি ফিরে পেয়েছেন, কিন্তু আয় আগের মতো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪