সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘নিজের সাথে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত, এবার মুক্তি চাই’

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন থেকে ঝুলন্ত অবস্থায় মাহমুদুল হাসান ফাহিম (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেই লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে বিষ্ণপুর গ্রামের পুরাতন সর্দার বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

মাহমুদুল হাসান ফাহিম পুরাতন সর্দার বাড়ির হারুন অর রশিদ বাবুলের ছেলে। সে স্থানীয় কুতুবপুর উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নাই, আমার মৃত্যুর জন্য ডিপ্রেশনই দায়ী। চোরাবালির মতো ডিপ্রেশন বেড়েই যাচ্ছে, ক্রমাগত আমাকে মৃত্যুর দিকে এগিয়ে নিচ্ছে। মুক্তির কোনো পথ নেই। গ্রাস করে নিচ্ছে জীবন, নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি বড্ড ক্লান্ত, এবার মুক্তি চাই। এই জীবন থেকে বাঁচার জন্য মরতেছি, সবাই ক্ষমা করে দিও- ফাহিম।’

চিরকুটে আরও লেখা ছিল, ‘দোকানদার সোহাগ ভাই ১০০০ টাকা পাবেন, শেষ কষ্ট করে এই টাকাগুলো দিয়ে দিয়েন।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমরা দুই ভাই। বাবা-মার সঙ্গে ছোট ভাই চট্টগ্রাম থাকে। চাচাদের সঙ্গে গ্রামের বাড়িতে থেকে লেখাপড়া করত ফাহিম। কিন্তু গত কয়েকমাস থেকে মোবাইলে গেমসে আসক্ত হয়ে পড়ে সে। এসব ঘটনায় চট্টগ্রাম থেকে মোবাইলে তাকে বকাঝকা করেন তার বাবা। গতকাল শুক্রবার রাতে খাওয়ার পর নিজ কক্ষে যায় ফাহিম। সকালে কক্ষের ভিতর থেকে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ফাহিমের লাশ উদ্ধার করেন। এ সময় ফাহিমের লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ পাল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে। ফাহিম মোবাইলের বিভিন্ন গেমে আসক্ত ছিল। তাই ডিপ্রেশন থেকেই আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে