শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে বৈধ কাগজপত্র না থাকায় ক্লিনিক বন্ধের নির্দেশ, লাখ টাকা জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে বৈধ কাগজপত্র না থাকার অপরাধে আনোয়ারুল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম নামে একটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের, মালিকের এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে রংপুর নগরীর ধাপ চেকপোস্ট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।এতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও মহানগর পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।অনিবন্ধিত ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাসপাতাল পরিচালনার বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আনোয়ারুল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম।

এ কারণে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ের, এক মাসের কারাদ- প্রদান করা হয়েছে। এ ছাড়া ক্লিনিকটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে সব কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত।

রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আখতারুজ্জামান শুভ বলেন, চিকিৎসাক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে। রংপুরে নিবন্ধনহীন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে গত এক সপ্তাহে নগরীর নিউ ম্যাক্স কেয়ার জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ মাদারল্যান্ড হসপিটাল, ডে নাইট হসপিটাল, হলি ক্রিসেন্ট হসপিটালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানাসহ হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া গ্যালাক্সি ডায়াগনস্টিক সেন্টার, দ্য ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টার, নিউ আদর্শ জেনারেল হসপিটালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ