সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অল্পের জন্য বেঁচে গেলেন চীনের শীর্ষ ধনী ওয়াং

news-image

আন্তর্জাতিক ডেস্কযান্ত্রিক ত্রুটির কারণে চীনের শীর্ষ ধনী ওয়াং জিয়ানলিনকে বহনকারী একটি বিমান জরুরি অবতরণ করেছে ভারতের ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে।

ওই বিমানের এক যাত্রী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের একটি বাণিজ্য প্রতিনিধিদলের সাক্ষাত শেষে বৃহস্পতিবার দলটির সদস্যদের নিয়ে বিমানটি নয়াদিল্লি থেকে বেইজিং যাচ্ছিল।

পশ্চিম ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট মিলিন্দ রামতেকে জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বিমানটি জরুরি অবতরণ করে।

দালিয়ান ওয়ান্দা গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াংয়ের নেতৃত্বে চার সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল ছিলেন ওই বিমানটিতে।

বিমানটি রাতে সেখানে অবস্থান করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে শুক্রবার ছেড়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।

গতমাসে চীন সফরকালে মোদী সেদেশের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিলেন।

আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক ম্যা-কে পেছনে ফেলে সম্প্রতি দালিয়ান ওয়ান্দা গ্রুপ চেয়ারম্যান ওয়াং জিয়ানলিন চীনের শীর্ষ ধনীর মর্যাদা লাভ করেন। তার নেতৃত্বে চার সদস্যের শীর্ষ বাণিজ্য প্রতিনিধি দল মোদীর সঙ্গে সাক্ষাত করেন।

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদী তার কার্যালয়ে ওয়াংকে সাক্ষাত দেন।

ওয়াংই চীনের প্রথম কোনো ব্যবসায়ী নেতা যিনি অফিসিয়াল সফরে ভারত এলেন।

বেইজিং ক্যাপিটাল এলারলাইন্সের গালফস্ট্রিম জি৬৫০ জেট-এ করে এ বাণিজ্য প্রতিনিধিদল দেশে ফিরছিল।

গালফস্ট্রিমের ওয়েবসাইট থেকে জানা যায়, হাজার হাজার মাইল পর্যন্ত এ জেটটি শব্দের চেয়ে ৯২ শতাংশ বেশি গতিতে ছুটতে পারে।

তবে ইঞ্জিনে কী ধরনের ত্রুটি হয়েছে তা জানা যায়নি।

স্থানীয় সরকার, পুলিশ ও জনগণকে ধন্যবাদ জানিয়ে লুইস বলেন, “আমাদের ভাগ্য খুবই ভালো যে, স্থানীয় বিমানবন্দর আমাদের আহ্বানে সাড়া দিয়েছে এবং অবতরণের অনুমতি দিয়েছে।”

চীনের এই ব্যবসায়ীরা বৃহস্পতিবার ত্রিপুরার একটি হোটেলে অবস্থান করেন।

১৯৮৮ সালে দালিয়ান ওয়ান্দা গ্রুপ প্রতিষ্ঠিত হয়। পর্যটন ও বিলাসবহুল হোটেলসহ চারটি খাতে ব্যবসা রয়েছে তাদের।

তাদের ওয়েবসাইট থেকে আরও জানা যায়, কোম্পানির মোট সম্পদের মূল্য ৮৫ দশমিক ৬ বিলিয়ন ডলার এবং বার্ষিক আয় ৩৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে