শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি ভাইরালের বাবা, দাদা : আসিফ

news-image

বিনোদন প্রতিবেদক : প্রকাশ হলো বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের আত্মজীবনীমূলক বই ‘আকবর ফিফটি নট আউট’। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। সাহস পাবলিকেশন্স থেকে প্রকাশিত এই বইটির লেখক সোহেল অটল।

‘আকবর ফিফটি নট আউট’ বইটির মোড়ক উন্মোচন করেন গোলাম মোর্শেদ, নাজমুল হুদা রতন, ধ্রুব গুহ, এমদাদুল হক ইমদু, আসিফ আকবর, আনিস আকবর, সোহেল অটল, ফাহমিদা নবী ও ইথুন বাবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফাহমিদা নবী, আলম আরা মিনু, রবি চৌধুরী, পলাশ, সোহেল মেহেদী, দীঠি আনোয়ার, ফারহানা নিশো, মুহিন, কাজী শুভ, মোহাম্মদ মিলন প্রমুখ। এ ছাড়া ক্রিকেটার জাভেদ ওমর বেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় আসিফ বলেন, ‘যারা সত্য পছন্দ করে তাদের ভালো লাগবে। যারা লুকিয়ে দেখতে পছন্দ করে এবং গোপনে কাজ করে তাদের সমস্যা।’ অনুষ্ঠানে আসিফের কথা থেকেই জানা গেল, বইটিতে তার জীবনের নানা না বলা ঘটনা উঠে এসেছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উপস্থাপক কাজী সাবির বেশকিছু প্রশ্ন ছুঁড়ে দেন আসিফ আকবরকে। অ্যালকোহল জাতীয় বিষয়ও উঠে এসেছে বইটিতে। কী কারণে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে? জানতে চাইলে আসিফ বলেন, ‘আমি ভাইরালের বাবা, দাদা। এক “ও প্রিয়া তুমি কোথায়” দিয়ে সেটা প্রমাণ হয়ে গেছে।’

বক্তব্যের শুরুতে আসিফ তার জন্ম ও বাবার সম্পর্কে কথা বলেন। তিনি জানান, তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ষড়যন্ত্র করে কিছু মানুষ গুজব ছড়িয়েছিল, তিনি রাজাকারের সন্তান।

অনুষ্ঠানে আসিফ জোর গলায় স্পষ্টভাবে বলেন, ‘আমি রাজাকারের সন্তান নই, কেউ যদি প্রমাণ করতে পারেন আমার বাবা রাজাকার, তাহলে আমি আমার বাবার মরনোত্তর ফাঁসি চাই।’ এ ছাড়া অনুষ্ঠানে জনপ্রিয় এই গায়ক একে একে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।