রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভারত কসবা তারাপুর সীমান্ত হাট ১১ জুন আনুষ্ঠনিক ভাবে উদ্বোধন

news-image

মেহেদী হাসান মিলন, ব্রাহ্মণবাড়িয়া॥ কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় ২০৩৯নং পিলার সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে দু’দেশের যৌথ মালিকানায় সীমান্ত হাটের আনুষ্ঠানিকভাবে  কাজ শেষ হয়েছে। গত ৭ জুন মধ্যে এর  দুই দেশের প্রধান মন্ত্রী ভিডিও কনফারেন্স এর  মাধ্যমে  বাংলাদেশের প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে উদ্ভোধন করেন। আগামী ১১ জুন এই হাটের স্থানীয় ভাবে উদ্বোধন করা হবে দুই দেশের প্রস্তুতি সভায় এই কথা বলেন দুই দেশের জেলা এডিএম  নাজমা বেগম ও শ্রী ডি.কে চাকমা । গতকাল সোমবার দুপুর কসবায় জেলা পরিষদ ডাক বাংলোয় এক সভায় এই কথা বলেন দুই দেশের এডিএম। এ উপলক্ষ্যে দু’দেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ভারতের কমলাসাগর দীঘি পর্যটন এলাকায় আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এতে ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্রী ডি.কে চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া,কসবা পৌর মেয়র মুহম্মদ ইলিয়াস, ত্রিপুরার শিল্প ও বাণিজ্য অধিদপ্তরের নির্বাহী পরিচালক নরেন্দ্র আগারওয়াল, সীমান্ত হাট কমিটির সদস্য শ্রীমতি ছায়া সরকার প্রমুখ।
জানা যায়, বাংলাদেশের ৬৯.৬৬ শতাংশ ও ভারতের ৬৯.৬৬ শতাংশ ভূমিতে ভারত সরকারের ২ কোটি ৪৪ লাখ রুপি ব্যয়ে ৬০টি দোকান ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তৈরীকৃত সীমান্ত হাটে বাংলাদেশের ৩০ জন ব্যবসায়ী ও ভারতের ৩০ জন ব্যবসায়ী নির্ধারিত পণ্য দ্রব্য বিক্রয় করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সীমান্ত হাটের কার্যক্রম চলবে। সীমান্ত হাট উপলক্ষ্যে দু’দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আর্থিক ভিত্তি মজবুত হবে বলে দু’দেশের সীমান্ত অধিবাসীরা মনে করছেন। এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, সহকারী  কমিশনার (ভূমি) সোহেল আহাম্মেদ, কসবা থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ, কসবা সীমান্ত বিজিবি অধিনায়কসহ প্রমুখ  উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত