রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গজারিয়ায় ট্রলারডুবি : জামাইয়ের লাশ দেখতে যাচ্ছিলেন সেই মা-মেয়ে

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলারডুবে মা-মেয়ের মৃত্যু হয়েছে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দড়িচর খাঁজুরিয়া ইউনিয়নে ট্রলারটি ডুবে যায়।

নিহতরা হলেন- উপজেলার মাঝেরচর গ্রামের মৃত আব্দুস সালামের স্ত্রী মায়ানুর বেগম (৫৫) ও তার মেয়ে নাসরিন আক্তার (২৩)।

স্থানীয়রা জানান, মায়ানুরের ভাসুরের মেয়ে জামাই কবির কাজী হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে মারা যান। তার বাড়ি দড়িচর খাঁজুরিয়া গ্রামে। খবর পেয়ে মায়ানুর ও তার মেয়ে নাসরিনসহ পরিবারের কয়েকজন সদস্য সেখানে যাচ্ছিলেন। গজারিয়া নদী পার হতে তারা ট্রলারে ওঠেন। ট্রলারে তারাসহ ১৫-১৬ জনের মতো যাত্রী ছিলেন। ট্রলারটি মাঝনদীতে গেলে দমকা হওয়া এবং ঢেউয়ের কারণে এক পর্যায়ে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার ট্রলার এগিয়ে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ট্রলারডুবির বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা হয় মায়ানুর ও নাসরিনকে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান দুজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, আরও কয়েকজন নিখোঁজ থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ ও থানা পুলিশ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪