শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কেজি দরে তরমুজ বিক্রি করলে কঠোর ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশালে তরমুজ কেজি দরে বা বাড়তি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা এ বার্তা দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রকিবুর রহমান খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন। সভায় বরিশালের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন জানান, পিস হিসেবে তরমুজ কিনে ভোক্তা পর্যায়ে তা কেজি দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন এ পর্যন্ত একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হচ্ছে-তরমুজ পিস হিসেবে কিনে ভোক্তাদের কাছে পিস হিসেবেই বিক্রি করতে হবে, কেটে বিক্রি করা যাবেনা; আড়তদাররা মূল্যতালিকার বাইরে বাড়তি মূল্য নিতে পারবেন না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, পাইকারি ও খুচরা তরমুজ ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন। এরপরও কেউ সিন্ডিকেট করে তরমুজ কেজি দরে বা বাড়তি মূল্যে বিক্রি করলে জেলা প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।

 

এ জাতীয় আরও খবর

চিঠির উত্তর দিতে না পারলে নিপুণের সদস্যপদ বাতিল!

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব