রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লায় রাস্তা সম্প্রসারণ করার কাজে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ সোমবার জেলার মনোহরগঞ্জ উপজেলার লহ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। নিহত অজিউল্লাহ (৬০) ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামের বাসিন্দা।

অজিউল্লার চাচাতো ভাই মজিবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান মহিউদ্দিন মড়হ বাজার থেকে গ্রামের পশ্চিম পাড়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করছিলেন। রাস্তাটি পাকা কার লক্ষে গত কয়েক দিন ধরে মাটি ফেলে এটি সম্প্রসারণ করা হচ্ছিল। সোমবার সকাল ৯টার দিকে মহিউদ্দিন তার লোকজন নিয়ে রাস্তার এক পাশে থাকা অজিউল্লার জমি থেকে কোনো প্রকার অনুমতি বা নোটিশ না দিয়েই মাটি কেটে রাস্তা সম্প্রসারণ করার কাজ শুরু করেন। এ সময় অজিউল্লাহ তাকে বাধা দিয়ে বলেন, “আপনি রাস্তার দুই পাশ থেকে মাটি কাটেন। একপাশ থেকে কেন নিচ্ছেন।” এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে চেয়ারম্যান সেখান থেকে চলে যান।’

মজিবুর রহমান আরও বলেন, ‘এরপর বেলা ১১টার দিকে চেয়ারম্যান মহিউদ্দিন মোটরসাইকেল ও অটোরিকশায় করে তার শতাধিক লোকজন নিয়ে অজিউল্লাহর বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তিনি ও তার লোকেরা পুরো ঘরে তাণ্ডব চালান। এ সময় প্রাণে বাঁচতে বাড়ির পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন অজিউল্লাহ। সেখান থেকে তাকে খুঁজে বের করে পিটিয়ে আহত করে চেয়ারম্যান ও তার লোকেরা। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যান। পরে আত্মীয়রা অজিউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বিকেল পর্যন্ত এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মহিউদ্দিন চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, ‘আজ দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজিউল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করেনি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪