রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাম্পে গ্যাস নিলো ‘ডিজেলচালিত’ গাড়ি!

news-image

নিউজ ডেস্ক : গাড়ির সামনে ‘ডিজেলচালিত’ লেখা স্টিকার লাগানো। এ কারণে যাত্রীদের কাছ থেকে নিচ্ছে বাড়তি ভাড়া। তবে ওই গাড়িকেই পাম্পে গিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) নিতে দেখা গেছে।

বুধবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে গাবতলীর এসপি ফিলিং স্টেশন থেকে সিএনজি নেয় গাবতলী থেকে ডেমরাগামী অছিম পরিবহনের ঢাকা-মেট্রো-ব ১১-৮৩২৬ ও ঢাকা-মেট্রো-ব ১১-৮৩০৯ নম্বরের দুটি বাস। যদিও বাস দুটির সামনের গ্লাসে ‘ডিজেলচালিত’ লেখা স্টিকার টানানো ছিল।

এ বিষয়ে ওই ফিলিং স্টেশনে জিজ্ঞাসা করা হলে সেখানকার এক কর্মী জানান, বাস দুটোর একটি ১১ দশমিক ৫৪ লিটার ও আরেকটি ১১ লিটার সিএনজি নিয়েছে।

জ্বালানি নিয়ে গাবতলী মোড় ঘুরেই বাস দুটি যাত্রী নেওয়া শুরু করে।

অছিম পরিবহনে ঢাকা-মেট্রো-ব ১১-৮৩২৬ নম্বরের বাসটির চালকের সহকারী এরশাদ জাগো নিউজকে বলেন, ভাড়া বেড়েছে ৫ টাকা। গাবতলী থেকে যমুনা ফিউচার পার্ক ২৫ টাকা ছিল, এখন ৩০ টাকা হয়েছে। এভাবে সব স্টেশনে ৫ টাকা বেড়েছে।

বাস কিসে চলে জিজ্ঞেস করলে তিনি বলেন, স্টিকার লাগানো আছে, দেখেন সামনে। বাস চলে ডিজেলে। কিছুক্ষণ আগেই পাম্প থেকে সিএনজি নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।

তিনি উল্টো বলেন, ‘সিলিন্ডারই তো নাই, গ্যাসে চলবো কেমনে?’

এ বিষয়ে চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো ঝামেলা কইরেন না। বাস থেকে নামেন।’

এ সময় গাড়ির মালিকের নম্বর চাওয়া হলে তা দেননি বাসটির চালক ও তার সহকারী।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ছাত্র আরাফাত বলেন, গ্যাসচালিত গাড়ি এক রাতের ব্যবধানে ডিজেলচালিত হয়ে গেল? দেখার কেউ নেই। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত, তাদের সাজা হওয়া উচিত।

ফিলিং স্টেশন সংশ্লিষ্টরাও বলছেন, রাতারাতি গ্যাসে চলা কোনো গাড়ি তেলের হয়নি। বেশিরভাগ বাস সিএনজিতেই চলছে।

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে রাজধানীতে বাসের ভাড়া ২৬ দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয় ডিজেলচালিত বাসের ক্ষেত্রে। সিএনজিচালিত বাসে বর্ধিত ভাড়া প্রযোজ্য না হলেও সব বাসেই নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া।

যদিও বুধবার এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দাবি করেছেন, ঢাকা শহরে চলাচল করা ছয় হাজার বাস-মিনিবাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত।

 

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত