শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিয়মরক্ষার ম্যাচেও স্কটল্যান্ডকে ছাড় দেবে না পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে কাল রাত ৮টায় মাঠে লড়বে পাকিস্তান ও স্কটল্যান্ড। ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষার। কারণ, ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। তবে জয় চাইবে স্কটল্যান্ডও।

টানা চার ম্যাচ জিতে সবার আগে সেমিফাইনালে গেছে পাকিস্তান। শারজাহতে গ্রুপ-২এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। তাদের লক্ষ্য, সুপার টুয়েলভে শতভাগ সাফল্য।

অন্য দিকে সুপার টুয়েলভে কোন জয়ের মুখ দেখেনি স্কটল্যান্ড। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পাশাপাশি জয় দিয়ে বিশ্বকাপ মিশনের শেষ টানতে চায় স্কটিশরা।

চলতি বিশ্বকাপে দাপট দেখিয়ে চলেছে পাকিস্তান। চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারতকে তারা হারিয়েছে ১০ উইকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা ভারতের বিপক্ষে তাদের প্রথম জয়।

ভারতের পর নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও তারা ৫ উইকেটের ব্যবধানে হারায়। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের দিকে এগোয় পাকিস্তান। আর চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। এতে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়ায় পাকিস্তানের জন্য।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সুপার টুয়েলভে দলের শতভাগ সাফল্য লক্ষ্য জানালেন রিজওয়ান। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই আমরা জিততে চাই। এতে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনাল খেলতে নামতে পারবো আমরা।’

বাছাই পর্বে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে পা রাখে স্কটল্যান্ড। বাংলাদেশ-ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারায় তারা। তবে সুপার টুয়েলভে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। আফগানিস্তান-নামিবিয়া-নিউজিল্যান্ড ও ভারতের কাছে হার মানে স্কটিশরা।

তবে শেষ ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় স্কটল্যান্ড। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শেষ করতে চায় স্কটিশরা। দলের অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, ‘আমরা সুপার টুয়েলভে ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে আমরা ভালো ফল করতে চাই।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩ ম্যাচ খেলেছে পাকিস্তান ও স্কটল্যান্ড। সবগুলোতেই জিতেছে পাকিস্তান। এরমধ্যে বিশ্বকাপে একবার মুখোমুখি হয় তারা। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৫১ রানে হারিয়েছিলো পাকিস্তান। আর ২০১৮ সালে ইংল্যান্ড সফর শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলে জয় তুলে নেয় পাকিস্তান।

পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক। স্কটল্যান্ড : কাইল কোয়েটজার (অধিনায়ক), রিচার্ড বেরিংটন, ডিলান বুজ, ম্যাথিউ ক্রস, জস ডেভি, অ্যালি ইভান্স, ক্রিস গ্রীভস, মাইকেল লিস্ক, ক্যালাম ম্যাকলিওড, জর্জ মুন্সি, সাফিয়ান শরীফ, হামজা তাহির, ক্রেগ ওয়ালেস, মার্ক ওয়াট, ব্র্যাড হুইল। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ