শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জে ‌‘অচেনা’ প্রাণীর কামড়ে আহত ৫, এলাকাজুড়ে আতঙ্ক

news-image

জেলা প্রতিনিধি : গাইবান্ধার পরে এবার মৌলভীবাজারের কমলগঞ্জে ‘অচেনা’ প্রাণীর কামড়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এই প্রাণীর ভয়ে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামে।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ও বিকেলের দিকে এ ঘটনা ঘটে। আক্রমণের শিকার ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের মা-ছেলেও রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে এলাকার দীপক মল্লিকের শিশুপুত্র দুর্জয় মল্লিক (২) প্রাণীটির আক্রমণের শিকার হয়। শিশুটির মুখণ্ডল, শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়। এসময় তার পাশে থাকা ভাই দিব্য মল্লিককেও (৫) রক্তাক্ত জখম করে প্রাণীটি। শিশুদের আর্তচিৎকারে তাদের মাসহ বাড়ির লোকজন এগিয়ে গেলে প্রাণীটি পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই দিন বিকেলে প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায়ের স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশুপুত্র বিপ্লব রায় (১০) এবং মখলিছ মিয়ার শিশুকন্যা মরিয়ম জান্নাত (৮)। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় লোকজন জানান, প্রাণীটি দেখতে অনেকটা কুকুরের মতো। একা কোনো ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। প্রাণীটির হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছেন। বিশেষ করে রাতে হাটবাজার থেকে ফেরার পথে হাতে লাঠি রাখতে হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেদায়েত উল্লাহ  বলেন, সচরাচর এরকম ঘটনা শোনা যায় না। এটা পাগলা কুকুর বা শিয়াল হতে পারে। আহত ব্যক্তিদের ভ্যাকসিন নেওয়া একান্ত প্রয়োজন। বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

 

এ জাতীয় আরও খবর

চিঠির উত্তর দিতে না পারলে নিপুণের সদস্যপদ বাতিল!

র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব