রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মোগল আমলের দুর্লভ চশমা নিলামে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মোগল শাসনামলের দুর্লভ একটি চশমা এ মাসের শেষদিকে লন্ডনে নিলামে বিক্রি হতে যাচ্ছে। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, চশমার গ্লাসগুলোতে ব্যবহার করা হয়েছে বিরল হীরা ও পান্না। দেখতে বেশ সুদৃশ্য এ চশমাটির নিলাম মূল্য যে অনেক হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না।

নিলাম হাউস সোদেবিস এটি বিক্রি করবে। তারা জানিয়েছে, ১৮৯০ সালের দিকে চশমাটিতে মোগল শাসনামলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। তারা জানায়, নিলামে ১৫ লাখ পাউন্ড থেকে ২৫ লাখ পাউন্ড পর্যন্ত দাম চাওয়া হবে।

এ চশমাটির মালিক কে ছিলেন- এটা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে এটি ভারতের মোগল শাসনামলের। সে সময়ে কোনো মোগল সম্রাট বিরল এসব বস্তু দিয়ে এটি বানিয়েছিলেন।

মোগলরা ষোঢ়ষ ও সপ্তদশ শতকে ভারত শাসন করে। নানা সৌখিন জিনিসপত্র ব্যবহার ও অসাধারণ স্থাপত্যকীর্তির জন্য তারা বিখ্যাত হয়ে আছেন। ভারতের জনপ্রিয় স্থাপনা তাজমহল মোগল শাসনামলে নির্মিত। এ ছাড়া ভারতে আরও অনেক মোগল স্থাপত্যকীর্তি রয়েছে, যেগুলো এখনও হাজার হাজার পর্যটক আকর্ষণ করে।

চশমাটির ফ্রেম

নিলাম হাউস সোদেবিসের পক্ষ থেকে জানানো হয়, চশমার দুই কাচের একটি হীরার এবং অপরটি পান্নার তৈরি। তারা বলছে, ‘দুই পাথরের (হীর ও পান্না) মান ও শুদ্ধতা অসাধারণ এবং এ ধরনের আকৃতির পাথর নিঃসন্দেহে কোনো সম্রাটের সংগ্রহের মধ্যে ছিল।’

সোদেবিস জানায়, ‘যেখানে চশমার সাধারণ কাচ দৃষ্টির উন্নয়নের ব্যবহৃত হয়, সেখানে এ কাচ (হীরা ও পান্না) আত্মীক প্রমোদের জন্য কাজ করে।’

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪