রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কাছে মোদি ‘টিকা না নেওয়া ব্যক্তি’!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন বুধবার। সেখানে প্রথমে কোয়াড দেশগুলোর সঙ্গে বৈঠক ও পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন। কিন্তু যুক্তরাষ্ট্রর কাছে ভারতের প্রধানমন্ত্রী ‘টিকা না নেওয়া’ ব্যক্তি।

ভারতীয় গণমাধ্যম বলছে, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র পায়নি ভারত বায়োটেকের করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। আর এ টিকাই নিয়েছিলেন মোদি।

গত ১ মার্চ ভারতে প্রাপ্তবয়স্কদের টিকাদানের শুরুর দিনেই দিল্লির এমস হাসপাতালে গিয়ে করোনার টিকা কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেন মোদি। নির্দিষ্ট সময় অন্তর নেন দ্বিতীয় ডোজও।

কোভ্যাক্সিন ডব্লিউএইচও’র ছাড়াপত্র তো পায়নি, তার ওপর আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএসএফডিএ) গত জুনে সে দেশে জরুরি ভিত্তিতে এ টিকার ব্যবহারের প্রস্তাব খারিজ করে দেয়। সে হিসেবে কোভ্যাক্সিন নেওয়া কোনো ব্যক্তির টিকা নিয়েছে তা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র। ফলে মোদি বা তার সফরসঙ্গীদের কেউ কোভ্যাক্সিন নিলেও তাদের টিকাকরণ বৈধ গণ্য করবে না।

এ দিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, সেপ্টেম্বরের মধ্যে কোভ্যক্সিন ছাড়পত্র পেয়ে যাবে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সূত্রের মতে, কোভ্যাক্সিনের স্বীকৃতি সংক্রান্ত বৈঠকটি হবে ৫ অক্টোবর। অর্থাৎ এর আগে কোনোভাবেই স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা নেই হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি প্রতিষেধকটির।

তবে ভারতের সরকারি সূত্র বলছে, মহামারির আবহে রাষ্ট্রনায়ক, মন্ত্রী ও আমলাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। স্বীকৃতিহীন টিকা নিলেও সরকারি কাজে বিদেশে যেতে পারেন তারা। এমনকি, টিকার একটি ডোজ় নিয়েও তাদের বিদেশ সফর করায় ছাড় রয়েছে।

এ দিকে সিএনএন জানায়, জাতিসংঘের বৈঠকে অংশ নিতে শতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান অবস্থান করেছেন নিউইয়র্কে, যাদের মধ্যে অনেকেই টিকা নেননি।

এ জাতীয় আরও খবর

মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন: ডিবি

সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি