শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনীতি এখন বাক্সবন্দি : আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, দেশের রাজনীতি এখন বাক্সবন্দি হয়ে পড়েছে। কষ্টার্জিত গণতন্ত্র হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানুষের কথা বলার কোনো জায়গা অবশিষ্ট নেই। বিচারহীনতার সংস্কৃতি দেশকে গিলে খেয়েছে। সর্বত্র ভুলুণ্ঠিত মানবাধিকার। আইনের শাসনের অনুপস্থিতির কারণে দেশে ক্রমাগত অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। জনমতের প্রতিফলনে প্রতিবন্ধকতা তৈরি হওয়াতে অন্যায়-অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। ফলশ্রুতিতে জাতীয় জীবনে এক বিষ্ফোরোন্মুখ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এমন নেতিবাচক অবস্থা থেকে দেশ ও জাতিকে সুরক্ষায় দেশের সকল রাজনৈতিক দলকে সম্মিলিত ইতিবাচক পদক্ষেপে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, আল্লামা ছৈয়দ নাছেরুল হক চিশতী, এডভোকেট এম আবু নাছের তালুকদার, অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা কাজী জসিম উদ্দীন, পীরে তরিকত মাওলানা আবু হানিফ মধুপুরী, পীরজাদা মাওলানা হাবিবুল্লাহ আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, এম সোলায়মান ফরিদ, স ম হামেদ হোসাইন, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, মাওলানা রফিকুল ইসলাম জাফরী, এডভোকেট জাহাঙ্গীর আলম রেজভী, আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, মাওলানা আব্দুর রব, মাওলানা কুতুবুল হাসান, এডভোকেট শাহিদুল আলম রেজভী ও মাওলানা মনির হোসাইন প্রমুখ।
মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন, প্রায় ২ বছর যাবত করোনা মহামারী বিশ্বের অন্য দেশগুলোর ন্যায় বাংলাদেশকেও দলিত মথিত করে ফেলেছে। অভিশপ্ত লকডাউনের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে দেশের জাতীয় অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। রেমিট্যান্স প্রবাহ শ্লথ হয়ে পড়েছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসংখ্য মানুষ মানবেতর জীবন যাপন করছে। ক্রমবর্ধমান বেকারত্ব দেশের যাবতীয় অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে সংকটাপন্ন করে তুলেছে। এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণে যদি ব্যর্থতার দুর্বল চিত্র ফুটে উঠে, তাহলে গোটা জাতিকে চরম মূল্য দিতে হবে।

সাধারণ সভার পর সংগঠনের সর্বোচ্চ ফোরাম মজলিসে খাছ এর অপর একটি সভা অনুষ্ঠিত হয়। এতে এক প্রস্তাবে আগামী বছরের মার্চে সংগঠনের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইরকে আহ্বায়ক ও যুগ্ন মহাসচিব স ম হামেদ হোসাইনকে সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪