সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদ্যুৎ আইন হচ্ছে নাশকতায় মৃত্যুদন্ডের বিধান রেখে

news-image

ডেস্ক রির্পোট : নাশকতায় মৃত্যুদন্ড, ট্রেড ইউনিয়ন রহিত ও বিদেশ থেকে আমদানি- রপ্তানির সুযোগ রেখে বিদ্যুৎ আইন-২০১৫’র খসড়া প্রণয়ন করা হয়েছে। খসড়া আইনের বিষয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। আইনটি পাস হলে ১১০ বছরের পুরনো বিদ্যুৎ আইন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।
রপ্তানি ছাড়াও নির্দিষ্ট কোনো কাজে বেসরকারি কেন্দ্রগুলো বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। এজন্য সরকারি বিদ্যমান বিদ্যুতের বিতরণ লাইন ব্যবহার করার সুযোগ রাখা হয়েছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানির। দু’প আলাপ-আলোচনার ভিত্তিতে বিদ্যুতের দাম ঠিক করতে পারবেন। এছাড়া বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর কাছেও বাণিজ্যিক বিদ্যুৎকেন্দ্রগুলো বিদ্যুৎ বিক্রির সুযোগ রাখা হয়েছে।
বিদ্যুতের বাজার বা পাওয়ার মার্কেট থাকবে, যেখানে উš§ুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যে কোনো সিঙ্গেল বায়ার বা ক্রেতা বিদ্যুৎ কেনার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।
বিদ্যুৎ ব্যবস্থাকে জরুরি হিসেবে গণ্য করে এখাতের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানকে শ্রম আইনের বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালণ ও বিতরণ কাজের সঙ্গে যুক্ত যেকোনো ধরনের স্থাপনায় জরুরি অবস্থার উদ্ভব হলে, সরকার উক্ত স্থাপনায় জরুরি অবস্থা ঘোষণা করতে পারবে। বিদ্যুৎ সঞ্চালন যাতে নিরাপদ হয় এজন্য স্মার্ট গ্রিড ব্যবস্থায় রুপান্তর করার কথা বলা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার তিসাধন করে, যার ফলে একটি এলাকায় বা সারা দেশের সরবরাহে বিঘœ সৃষ্টি হয়, এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার সুপারিশ করা হয়েছে।
খসড়া আইনে বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, সঞ্চালন, বিতরণ ব্যবস্থা, খুঁটি বা যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে তিগ্রস্ত করলে এ আইনে ছয় মাস কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নিজের মিটার থেকে অন্য কাউকে সংযোগ দিলে এ অপরাধে ছয় মাস কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নিয়মিত আদালতের পাশাপাশি ২০০৯ সালে প্রণীত ভ্রাম্যমাণ আদালতের এসব অপরাধের বিচারের সুযোগ রাখা হয়েছে।
এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন জানান, ট্রেড ইউনিয়ন রোহিত ও নাশকতার কঠোর শাস্তির বিধান রেখে বিদ্যুৎ আইন-২০১৫’র খসড়া প্রণয়ন করা হয়েছে। বর্তমানে যে ১১০ বছর আগের পুরনো বিদ্যুৎ আইন পরিচালিত হচ্ছে তা থেকে আরো অনেক পরিবর্তন হয়েছে। এখন যেমন আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি, এ বিষয়ে বিদ্যুৎ আইনে কোনো কিছু বলা নেই। তবে নতুন আইনে আমদানি ও ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ সারপাস হলে রপ্তানির সুযোগ রাখা হয়েছে। খসড়া আইনটিতে সবার মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়া গেলে পরবর্তী পদপে নেওয়া হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে