রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১১৮ বোতল ফেনসিডিল রাখার দণ্ড যাবজ্জীবন

news-image

জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে জয়ন্ত কুমার চন্দ্র (৫৪) নামের এক মাদক কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১ সেপ্টেম্বর) সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত জয়ন্ত কুমার চন্দ্র জেলার ফুলবাড়ী উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত জোগেশ কুমার চন্দ্রের ছেলে।

কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকন মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ১৩ অক্টোবর ১১৮ বোতল ফেনসিডিলসহ জয়ন্ত কুমার চন্দ্রকে গ্রেফতার করে র‌্যাব। পরে এ ঘটনায় র‌্যাব-১৩ এর তৎকালীন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নুরুল ইসলাম মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গ্রেফতার জয়ন্ত কুমার চন্দ্র পরবর্তীতে জামিনে কারামুক্ত হন।

তিনি বলেন, দীর্ঘ চার বছর মামলার চলার পর বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান আসামিকে দোষী প্রমাণিত হওয়া তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই রায়ে আসামিকে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি জয়ন্ত কুমার চন্দ্র কাঠগড়ায় উপস্থিত ছিলেন।