শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আসামিদের অব্যাহতি, ঘোড়ার মাংস খাওয়া নিয়ে যা বললেন আদালত

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চগড়ের বোদায় ঘোড়ার মাংস বিক্রয় নিয়ে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেলেন অভিযুক্ত দুই যুবক। গতকাল বুধবার পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান এ আদেশ দেন।

অব্যাহতি পাওয়া যুবকরা হলেন মো. সানাউল্লাহ (৩২) ও হামিদুর রহমান (৩৩)। আদেশে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সোবহানকে দ্বায়িত্ব পালতে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে যা বলা হয়েছে, ‘পর্যালোচনায় ঘোড়ার মাংস খাওয়া হালাল ও বৈধ মর্মে উল্লেখ থাকায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামি মো. সানাউল্লাহ এবং হামিদুর রহমান দ্বয়ের বিরুদ্ধে পেনাল কোডের ২৭৩ ধারায় প্রসিকিউশন দাখিলের আবেদন না মুঞ্জর করা হইলো।’
আরও বলা হয়েছে, ‘ঘোড়ার মাংস খাওয়া হালাল সত্ত্বেও বিনা অপরাধে আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (গ) তৎসহ পেনাল কোডের ২৭৩ ধারায় এজাহার দায়ের করায় এজাহারকারী বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক লিপন কুমার বসাককে তিরস্কার করা হয়।’

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ঘোড়ার গোশত বিক্রি করার অপরাধে পঞ্চগড়ের বোদা উপজেলা বাজারে সানাউল্লাহ (৩২) ও হামিদুল ইসলামকে আটক করা হয়। একই সঙ্গে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই দিনই তাদের জেল হাজতে প্রেরণ করে আদালত। পরে ৭ দিন পর আসামিদের জামিন দেয় আদালত।