রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টিকাগ্রহীতা ২ কোটি ৩৭ লাখ, নিবন্ধনকারী ৩ কোটি ৫৭ লাখ

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন আরও চার লাখ ৬৭ হাজার ৯৫২ জন। তাদের মধ্যে প্রথম ডোজের দুই লাখ ৮৭ হাজার ২১০ জন (পুরুষ এক লাখ ৫০ হাজার ১৫৭ জন ও নারী এক লাখ ৩৭ হাজার ৫৩ জন) ও দ্বিতীয় ডোজের এক লাখ ৮০ হাজার ৭৪২ জন (পুরুষ এক লাখ ছয় হাজার ৩৩০ জন ও নারী ৭৪ হাজার ৪১২ জন)।

এ নিয়ে দেশে মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল দুই কোটি ৩৭ লাখ চার হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৬৯ লাখ ৪৮ হাজার ৬২২ জন ও দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা ৬৭ লাখ ৫৬ হাজার ২১৫ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। সোমবার বিকেল পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় তিন কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৩৮৪ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৫২ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন ও পাসপোর্টের মাধ্যমে চার লাখ ১৬ হাজার ৪৩৮ জন নিবন্ধন করেন।

গত ২৪ ঘণ্টায় ফাইজারের প্রথম ডোজের টিকা নেন ৬৭ জন। তাদের মধ্যে ৬০ জন পুরুষ ও সাতজন নারী। এ নিয়ে ফাইজারের প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫১ হাজার ৩০৬ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২৫ জন। এদের মধ্যে পুরুষ ৯২ জন ও নারী ৩৩ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫২৪ জন।

গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮৬ হাজার ২০৫ জন সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৯ হাজার ৩২৪ জন ও এক লাখ ৩৬ হাজার ৮৮১ জন নারী। এ নিয়ে চীনের সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়ালো ৮৫ লাখ ৮৬ হাজার ৪৪৫ জন। সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ১২ হাজার ৭৪৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৭১ জন ও নারী ৪৭ হাজার ৬৭৭ জন।

শনিবার মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণ করেন ৪৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী আটজন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ চার হাজার ৭১৬ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেন ৪৭ হাজার ২৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ৩০ হাজার ৯২ জন ও নারী ১৭ হাজার ২০৪ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৫২ জন।

গত ২৪ ঘণ্টায় অ্যাসট্রাজেনেকার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৮৯২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৩৫ জন ও নারী ১৫৭ জন। এ নিয়ে প্রথম ডোজের টিকাগ্রহীতার সংখ্যা ৫৮ লাখ ২৬ হাজার ১৫৫ জন। একই সময়ে দ্বিতীয় ডোজের টিকা নেন ২০ হাজার ৫৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১১ হাজার ৭৫ জন ও নারী নয় হাজার ৪৯৮ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়াল ৫২ লাখ ১১ হাজার ৩৩২ জন।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪