রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লকডাউনে বিক্রি নেই, গাছেই নষ্ট হচ্ছে পেয়ারা

news-image

জয়পুরহাট প্রতিনিধি : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বাগানে পেয়ারা কিনতে পাইকার না আসায় বিক্রয় কমে গেছে জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারাচাষীদের। চাষীরা বলছেন, আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর বাগানে পেয়ারার ফলন ভালো হয়েছে। কিন্ত করোনায় বাজারে এর প্রভাব পড়ায় পেয়ারার দাম ও বিক্রয় একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। সময়মতো পাইকার না আসায় এখন গাছের পেয়ারা পেকে রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়ছে তারা।

পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের বেড়াখাই এলাকার দুই বন্ধু মারুফ ও র্জাজিস। পড়ালেখার শেষ করে কয়েক বছর চাকরির পেছনে ছুটেও তা মেলেনি। পরে চাকরি না পেয়ে প্রায় ১৫ বিঘা অন্যের জমি লিজ নিয়ে পেয়ারার বাগান করেন। রোপণ করেন ২২শ’র মতো থাই-জাতের পেয়ারা গাছের চারা।

বাগানের জমি ভাড়া, আগাছা পরিস্কার শ্রমিক, সার ও কীটনাশকসহ অন্যান্য খরচ বাদে গত কয়েক বছর ভালো লাভ করেন। বর্তমানে করোনার প্রভাবে পাইকারা কম আসায় লাভের পরিবর্তে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

পেয়ারা চাষী মারুফ বলেন, প্রথমে বাগানটি করতে ২০ লক্ষ টাকা খরচ হলেও গত ২ বছরে প্রায় ১০ লক্ষ টাকার পেয়ারা বিক্রি করেছি। এ বছর ফলন ভালো হওয়ায় প্রায় ১৫ লক্ষ টাকা বিক্রির সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত ২ লক্ষ টাকাও বিক্রি করতে পারিনি।

 

তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন জেলার পাইকার না আসায় বাগানের পেয়ারা বিক্রি হচ্ছে না। এ কারণে গাছের পেয়ারা গাছেই পেকে নষ্ট হয়ে মাটিতে পরে যাচ্ছে। স্থানীয় কয়েক জনের কাছে প্রতি কেজি পেয়ারা পাইকারি মূল্য ১৫-২০ টাকা দরে বিক্রি করলেও বাজারে এর খুচরা মূল্য ৩০-৪০ টাকা।

এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার লুৎফর রহমান জানান, উপজেলায় প্রায় ছোট-বড় শতাধিক পেয়ারার বাগান আছে। উপজেলা কৃষি অফিস নিয়মিত এসব বাগান মালিকদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪