রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে আজ কঠিন পরীক্ষা আর্জেন্টিনার, মাঠে নামছে ব্র্রাজিলও

news-image

অলিম্পিক ফুটবলে ছেলেদের বিভাগে এরই মধ্যে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলে ফেলেছে। বাকি শেষ রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। অর্থ্যাৎ, আজই নির্ধারণ হয়ে যাবে নকআউট পর্ব তথা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে কারা, বিদায় নিতে হবে কোন আটটি দলকে!

খাদের কিনারায় রয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে দুই ম্যাচ খেলে একটি মাত্র জয়ের দেখা পেয়েছে লা আলবিসেলেস্তেদের অলিম্পিক দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে মিসরকে হারা হারিয়েছে ১-০ গোলে। গ্রুপের অন্য প্রতিপক্ষ ফেবারিট স্পেন।

৩ পয়েন্ট নিয়ে গ্রুপে আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকার ফলে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। সুতরাং, নকআউটে যেতে হলে শেষ ম্যাচে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় সাইতামা স্টেডিয়ামে শুরু হবে আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচটি।

কিন্তু সবচেয়ে হতাশার বিষয় হলো, মরণ-বাঁচন ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আজ টুর্নামেন্ট ফেবারিট স্পেন। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্প্যানিশরা। আজ যদি কোনোভাবে হেরে যায় আর্জেন্টাইনরা, তাহলে বিদায় নিতে হবে প্রথম রাউন্ড থেকেই।

ড্র করলেও স্বপ্ন টিকে থাকবে। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া-মিসর ম্যাচের দিকে। সেখানে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে।

আর্জেন্টিনার কঠিন পরীক্ষার দিনে মাঠে নামছে ব্রাজিলও। শেষ ম্যাচে ব্রাজিলিয়ানদের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বাংলাদেশ সময় আজ দুপুর ২টায় সাইতামা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

‘ডি’গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছ ব্রাজিল। প্রথম ম্যাচে তারা জার্মানিকে হারিয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিলিয়ানরা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্টও। শেষ ম্যাচে আফ্রিকার দেশটি মুখোমুখি হবে জার্মানির।

স্বাগতিক জাপানের এরই মধ্যে ৬ পয়েন্ট নিয়ে নকআউট প্রায় নিশ্চিত। তবে আজ ফ্রান্সের মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা। গ্রুপের অন্য ম্যাচে মেক্সিকো মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। এই ম্যাচে যদি মেক্সিকো জিতে যায় এবং ফ্রান্সের কাছে জাপান হেরে যায়, তাহলে স্বাগতিকদের নকআউটে যাওয়া কঠিন হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত