সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে জমজমাট মার্কেট, ফুটপাতেও উপচেপড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শেষ সময়ে ঈদের কেনাকাটায় উপচেপড়া ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যায় সরেজমিনে মিরপুর-১০, ১২ এলাকার মার্কেট, ফুটপাতে সব বয়সী মানুষের ভিড় দেখা গেছে। মিরপুর-১০ ও ১২ নম্বরে শাহ্ আলী মার্কেট ও মিরপুর শপিং কমপ্লেক্স মোবাইল, জুতা, জামা ও ক্রোকারিজ দোকানে ছিল ক্রেতাদের ভিড়।

বিক্রেতারা বলছেন, লকডাউনের পর তারা মাত্র ছয় দিন ব্যবসা করা সুযোগ পেয়েছেন। তার মধ্যে প্রথম দিন ও আজকে বেশি বিক্রি হয়েছে।

শাহ্ আলী মার্কেটের ব্যবসায়ী জুয়েল আকন জাগো নিউজকে বলেন, ‘আজকে বেচা-কেনা ভালো অন্যদিনের তুলনায়। ঈদে গরু কেনার পর যাদের হাতে টাকা পয়সা আছে, তারা একটু কেনাকাটা করতে এসেছেন। সাধারণত ঈদের আগে দিন এমন বেচা-কেনা হয় না। তবে এবার একটু বেচা-কেনা হলো।’

ফ্যাশন হাউজ রেক্সের বিক্রয়কর্মী দানেশ বলেন, ‘এই ক’দিন টুকটাক বেচা-কেনা করেছি। তবে আজকে বিকাল থেকেই ক্রেতার ভিড়ে বেশি।’

রূপনগর থেকে ঈদের কেনাকাটা করতে আসা জামশেদ বলেন, ‘চাকরি কারণে এতোদিন সময় পায়নি। আজকে পরিবার নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছি। কিন্তু আজকে মানুষের ভিড় বেশি।’

ফুটপাতে পা ফেলার জায়গা নেই

এদিকে, মিরপুর-১০ নম্বরে আইডিয়াল স্কুলের সামনের ফুটপাতে মেয়েদের জামা, জুতা, কসমেটিকসসহ হরেক রকমের পণ্য বিক্রি হয়। শাহ্ আলীর সামনের ফুটপাতে ছেলে মেয়েদের জামা, জুতা।

ফায়ার সার্ভিসের সামনের ফুটপাতে জুতা আর তার বিপরীতে ছেলেদের পোশাক। সন্ধ্যার পরে এসব ফুটপাতে নেমেছে মানুষের ঢ্ল। অধিকাংশ বিক্রেতাকে একদামেই পণ্য বিক্রি করতে দেখা গেছে। ক্রেতারা তাড়াতাড়ি কেনাকাটা করার জন্য দু-একটা দোকান দেখেই পছন্দের জিনিস কেনাকাটা করতে দেখা গেছে।

পোশাককর্মী শারমিনা সুলতানা বলেন, রাত ১১টায় নরসিংদীর গাড়ি। যা পারছি ঝটপট কিনে নিয়েছি। বাবার জন্য শার্ট, মায়ের জন্য থ্রি পিস ও ভাই, বোনদের জন্য জামা কাপড় নিয়েছি।

কাপড় বিক্রেতা আজিজ বলেন, ঈদের সময় লকডাউন থাকলে অবস্থা খুব খারাপ থাকতো। বিধি-নিষেধ শিথিল করায় ঈদের বেচা-কেনার পর মোটামুটি পরিবার নিয়ে একটু ভালোমতো চলতে পারব। তারপর তো আবার লকডাউন শুরু হবে। এই বেচাকেনার টাকা দিয়ে লকডাউনের কয়েকটা দিন চলতে পারব।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে