রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে চুক্তির মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারের দাম নির্ধারণ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাশ্রয়ী মূল্যে অক্সিজেনের সিলিন্ডার বিক্রির চুক্তিপত্র হাতে রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেকট্রা অক্সিজেনের রাজশাহীর প্রতিনিধি।
সাশ্রয়ী মূল্যে অক্সিজেনের সিলিন্ডার বিক্রির চুক্তিপত্র হাতে রাজশাহী পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেকট্রা অক্সিজেনের রাজশাহীর প্রতিনিধি। ছবি: সংগৃহীত
করোনাকালে ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’–এর ২৩ হাজার টাকার একটি অক্সিজেন সিলিন্ডার এখন থেকে ১৫ হাজার টাকায় রোগীরা কিনতে পারবেন। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে আজ রোববার এ বিষয়ে প্রতিষ্ঠানটি একটি চুক্তিনামায় সই করেছে। রাজশাহীবাসীর পক্ষে চুক্তিনামায় সই করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এত দিন প্রতিষ্ঠানটি ১ দশমিক ৩৬ কিউবিক মিটার অক্সিজেন সিলিন্ডার, ফ্লো মিটার সেটসহ রাজশাহীর রোগীদের কাছে ২৩ হাজার টাকায় বিক্রি করত। চুক্তিতে স্বাক্ষর করার পরে তারা সেই সিলিন্ডার এখন মোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটার দিকে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে প্রথম পক্ষ হিসেবে অক্সিজেন বিক্রেতা প্রতিষ্ঠানের ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’ রাজশাহী অঞ্চলের ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম এই স্বাক্ষর করেন। রাজশাহীবাসীর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার প্রতিষ্ঠানটিকে এই সাশ্রয়ী মূল্যের অক্সিজেন সিলিন্ডার বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন। বৈশ্বিক এই মহামারিতে করোনাকালে ‘স্পেকট্রা অক্সিজেন লিমিটেড’ পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে এই চুক্তিতে সম্মত হয়। স্বাক্ষরিত চুক্তিপত্রটি পরে পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে ডাবলু সরকার বলেন, বর্তমান সময়ের করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখতে অতিজরুরি হয়ে পড়েছে অক্সিজেন। প্রতিদিনই বাড়ছে অক্সিজেনের চাহিদা। সেই মেডিকেল অক্সিজেন বিক্রি করছিল স্পেকট্রা অক্সিজেন লিমিটেড নামে একটি কোম্পানি। তবে দাম নিয়ে ক্রেতাদের মাঝে বিভ্রান্তি ছিল। তিনি এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিকের উদ্যোগে রাজশাহী ডিপো ইনচার্জ এবং কোম্পানির মালিকের সঙ্গে আলোচনা করেন। তাঁরা আশ্বস্ত করেন, এখন থেকে ১ দশমিক ৩৬ কিউবিক মিটার অক্সিজেন ও ফ্লো মিটারসহ সর্বমোট ১৫ হাজার টাকায় বিক্রি করবে। এরপর একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজশাহীবাসী এই মানবিক চুক্তির সুফল ভোগ করবে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪