রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রোগী এভাবে বাড়লে খালি শয্যা পূর্ণ হয়ে যাবে: স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের উচ্চ হারে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও করোনা–বিষয়ক মুখপাত্র মোহাম্মদ রোবেদ আমিন। তিনি বলেছেন, ‘এখন ঢাকা ছাড়া দেশের অন্যান্য জায়গায় কোভিড রোগীর জন্য ১২ হাজার ৬০০ শয্যা আছে। এর মধ্যে ৭ হাজার ২০০ শয্যা খালি আছে। কিন্তু এখন যেভাবে প্রতিদিন ২১ থেকে ২৩ শতাংশ হারে রোগী শনাক্ত হচ্ছে, অচিরেই এসব শয্যা খালি দেখতে পাব না।’

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রোবেদ আমিন। তিনি বলেন, মে মাসজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৪১ হাজার ৪০৮। সেটি জুন মাসের ২৭ তারিখে হয়ছে ৮৭ হাজার ৮৬৬ জন। এখনো কয়েক দিন বাকি আছে। এর সংখ্যা আরও যে বাড়বে, তা বলা বাহুল্য।

দেশে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর পরদিন রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৬৪ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ধরা পড়ার পর থেকে এখন পর্যন্ত এটাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০৪ জনের। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ ব্রিফিংয়ে রোবেদ আমিন বলেন, করোনার ডেলটা ধরনটি অনেক বেশি সংক্রমিত হচ্ছে। ঢাকা শহরে ৫ হাজার ৮৮০টি শয্যা আছে। এর মধ্যে হাজার তিনেক শয্যা খালি আছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে দ্রুতগতিতে এটি পূর্ণ হয়ে যাবে।
অধ্যাপক রোবেদ আমিন বলেন, সরকারি ও বেসরকারি উভয় স্থানেরই আইসিইউ শয্যা পূর্ণ হয়ে যাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪