রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগেশ্বরীতে ৪র্থ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মামলা

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম শাহজামাল (২২)। সে তিন সন্তানের জনক। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের শিঙিমারী গ্রামে।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনায় মেয়ের বাবা একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহজামাল পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহজামালের সাথে নির্যাতিত ওই শিশু কন্যাটির বাবার সাথে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শাহজামাল টাকা নিয়ে ফেরত দিতে অপারগতা প্রকাশ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহজামাল ওই কন্যা শিশুটির ক্ষতি করবে বলে প্রকাশ্যে ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেল ৪টার দিকে মেয়েটি মাঠে ছাগল চরিয়ে বাড়ি ফেরার পথে তার মুখ চেপে ধরে জনৈক নুরুল ইসলামের পরিত্যক্ত একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। মেয়েটির ক্ষতির কথা ভেবে প্রতিবেশি ফুফু শেফালী বেগম ও শাহজামালের ভাবী দুলো বেগম মেয়েটিকে খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে শাহজামালকে ধর্ষণ চেষ্টারত অবস্থায় দেখতে পান। এসময় শাহজামাল তাদেরকে দেখতে পেয়ে ঘরের বেড়া ভেঙ্গে পালিয়ে যায়। পরে মেয়েটিকে বিধ্বস্ত অবস্থায় উদ্ধার করা হয়।
নাগেশ্বরীর কচাকাটা থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মেয়ের বাবা একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪