রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার থাবা : উদ্বিগ্ন রংপুরের দুই শতাধিক নেপালী ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বজনদের জন্য উদ্বিগ্ন রংপুরে অবস্থানরত মেডিকেলে অধ্যয়নরত দুই শতাধিক নেপালী ও ভারতীয় এমবিবিএস শিক্ষার্থী। লকডাউনে তারা দেশে যেতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর মেডিকেল কলেজ ছাড়াও নগরীতে প্রতিষ্ঠিত আরও ৪টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রায় ৫ শতাধিক বিদেশি শিক্ষার্থী এমবিবিএস ও ডেন্টাল কলেজে অধ্যায়ন করছেন। এর মধ্যে ৯৫ শতাংশ শিক্ষার্থীই নেপালের। গত বছর মার্চে করোনার প্রকোপ শুরু হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর মধ্যে বিদেশি অনেক শিক্ষার্থী দেশের বাড়ি চলে গেলেও এখনো দুই শতাধিক শিক্ষাথী রংপুরেই রয়ে গেছেন।

এদের অধিকাংশই নেপালের। তাদের অনেকেই ইন্টার্নশীপ করছেন অথবা শেষবর্ষের শিক্ষার্থী হওয়ায় তারা ইচ্ছে থাকলেও দেশের বাড়ি নেপাল কিংবা ভারতে যেতে পারেননি।সম্প্রতি সময়ে ভারতের পাশাপাশি নেপালেও করোনা সংক্রমণ অস্বাভাবিক বেড়ে গেছে। ফলে রংপুরে থাকা শিক্ষার্থীরা তাদের পরিবার পরিজন নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকছেন। প্রতিদিনই মোবাইল ফোনে পরিবারের খোঁজ খবর নিচ্ছেন। বিদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চললেও দেশে স্বজনরা কতটুকু স্বাস্থ্যবিধি মানছেন এ বিষয়ে উদ্বিগ্ন তারা।

এব্যাপারে কথা হয় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যায়নরত নেপালের শিক্ষার্থী নিরাজ পুরি’র সাথে। তিনি বলেন, নেপালের পারসা জেলায় তাদের বাড়ি। সেখানে বাবা-মা, ভাই, দাদা রয়েছে। তাদের পরিবারের কেউ এখন পর্যন্ত করোনা আক্রান্ত না হলেও আশেপাশের অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এ জন্য তিনি সব সময় দুঃশ্চিন্তায় রয়েছেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪