সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় বিকেলের পর বাড়ে ছোট গাড়ির ভিড়

news-image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : করোনারোধে দেশব্যাপী কঠোর বিধিনিষেধের ৫ম দিনেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বিকেলের পর বাড়তে থাকে ব্যক্তিগত, ভাড়ায়চালিত প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট গাড়ির ভিড়।

রবিবার বিকেলের পর দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া থেকে ছেড়ে আসা একটি ছোট ফেরিতে অ্যাম্বুলন্সের সাথে পার হচ্ছে প্রাইভেটকার, মাইক্রোবাসসহ মোটরসাইকেল, সাথে পার হচ্ছে সাধারণ যাত্রীরাও।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, লকডাউন কার্যকর করতে, জরুরি প্রয়োজনীয় গাড়ি এবং লকডাউন আওতার বাইরে রয়েছে, এমন যানবাহন ছাড়া সকাল ৬টার পর থেকে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে। তবে নির্দেশা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক-ফেরি পারাপার হচ্ছে।

ফরিদপুর থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন দুই তরুণ সোহেল ও তার ভাই ইলিয়াস।

সোহেল বলেন, লকডাউনে পরিবহন না চলায় জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি। তার ভাইয়ের সৌদির ফ্লাইট তাই তাদের বের হওয়া, কাজ শেষ করে আগামীকাল ফরিদপুর ফিরবো।

ঢাকা থেকে আসা প্রাইভেটকারের যাত্রী আসলাম বলেন, ২ দিন আগে ঢাকায় গিয়েছিলাম অফিসের জরুরি কাজে। কাজ শেষ হয়েছে তাই আবার বাড়ি ফিরে যাচ্ছি। যাওয়ার ইচ্ছা না থাকলেও অফিসের কারণে যেতে হয়েছে, না গেলেও বিপদ কি আর করা তাই বাধ্য হয়ে এই লকডাউনের মধ্যে যাওয়া।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন ঘোষণা করায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে, নির্দেশা অনুয়ায়ী প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোররাত পর্যন্ত অতি জরুরি পণ্যবোঝাই ট্রাক ফেরি পারাপার হচ্ছে, দিনে শুধুমাত্র লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বিশেষ ব্যবস্থায় ফেরি পারাপার করা হচ্ছে।

তবে তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসগুলো অনুমতি সাপেক্ষে আমরা ঘাট পার করাচ্ছি। বৈধ কাগজ দেখালেই শুধু পার হতে পারছে এই গাড়িগুলো।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে