রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিথিলার প্রথম সিনেমার শুটিং শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’ এর শুটিং শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে। এই ছবিতে জুটি বেঁধে কাজ করছেন নিরব হোসেন ও রাফিয়াথ রশিদ মিথিলা। সাভারের বিরুলিয়া এলাকায় ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়েছে। প্রথম দিনের শুটিংয়ে নিরব-মিথিলা ছাড়াও অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম। পরিচালক অনন্য মামুন জানান, ২৪ তারিখ ফটোশুট ও লুক সেটের কাজ করেছি। এরপর থেকে চিত্রনাট্য ও গল্পের কাজ করেছি। বৃহস্পতিবার থেকে শুটিং শুরু হয়েছে। সবাই ফুল অব এনার্জি নিয়ে শুটিং করছেন। একটানা শুটিংয়ে পুরো কাজ শেষ হবে।

নিরব সিনেমায় নিয়মিত হলেও মিথিলার প্রথম সিনেমা এটি। সেই হিসেবে তারা দুজন বড়পর্দায় নতুন জুটি। ঘোষণার শুরু থেকে আলোচনায় রয়েছে সিনেমাটি। তবে নিরব-মিথিলার বন্ধুত্ব এক যুগের বেশি। দুজনে একসঙ্গে ম্যাগাজিনের ফটোশুট ও মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার তাদের রসায়ন দেখা যাবে বড় পর্দায়।

‘অমানুষ’ সিনেমা প্রসঙ্গে মিথিলা বলেন, পরিচালক মামুন ও আমার ফ্রেন্ড নিরব যখন আমাকে সিনেমার গল্পটা শোনায় তখন মনে হয় এ গল্পের জন্য আমি অপেক্ষা করছি। তা ছাড়া সিনেমা করতে গেলে মানসিক প্রস্তুতির বিষয় থাকে। আমি কাজের জন্য প্রস্তুত। তা ছাড়া আমি ফুলটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। সময় মেলানো ও গল্প পছন্দ হওয়ার বিষয়টিও থাকে। সবকিছু মিলে যাওয়া ‘অমানুষ’ সিনেমাটি করতে যাচ্ছি।

অমানুষ সিনেমায় নিরবকে পাওয়া যাবে নতুন আঙ্গিকে। তিনি বলেন, কিছুদিন পর লুক প্রকাশ হবে। তখনই সবাই বুঝতে পারবেন কাজটির জন্য কত কিছু ছাড় দিতে হয়েছে। এমনকি শখের চুলও ফেলে দিতে হচ্ছে। তবে লুক দেখে সবাই চমকে উঠবেন এটা নিশ্চিত। একটানা শেষ করতে চাই সিনেমাটি। যাতে অন্যদিকে মনোযোগ দিতে না হয়।

পরিচালক অনন্য মামুন জানান, আগামী সপ্তাহে বান্দরবানের বিভিন্ন লোকেশন চলবে সিনেমাটির শুটিং। এটি ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা হলের জন্যই নির্মিত হচ্ছে ‘অমানুষ’। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা, শাহীন মৃধা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪