রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে সালিশী বৈঠকে মারামারি : আহত ৫

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগাছার যাদুলষ্কর গ্রামে জমির বিরোধের সালিশী বৈঠকে স্থানীয় ইউপি মেম্বারের উপস্থিততে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। এ নিয়ে ওই এলাকার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন মুহুত্বে তা বড় ধরণের সংঘর্ষে রুপ নেয়ার আশংকা করেছেন এলাকাবাসি।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার যাদুলষ্কর গ্রামের সাইফুল ইসলামের পুত্র রেজাউল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের। এরই জের ধরে গতকাল রেজাউলের বাড়ির উঠানে স্থানীয় ইউপি মেম্বারের মধ্যস্থতায় সালিশ বৈঠক হয়। কিন্তু আব্দুল জলিল ও তার লোকজন সালিশ না মেনে রেজাউলের লোকজনের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়। আহতদের মধ্যে মুমুর্ষ রেজাউল ও জিয়ারুলকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতের পিতা সাইফুল ইসলামের অভিযোগ, এ ঘটনাটি সাথে সাথে পুলিশকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয় নি। এমনকি ঘটনার পর পীরগাছা থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ এখন পর্যন্ত মামলা নেয় নি। উল্টো হামলাকারীরা এখন আমাদের পুরো পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে। জীবননাশের হুমকি দিচ্ছে।

এদিকে স্থানীয় আইয়ুব আলী জানান, হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষে পুলিশ অবস্থান নিয়েছে। হামলাকারীরা বাইরের লোকজন নিয়ে এসেছে এলাকায়। এনিয়ে দুই গ্রæপের মধ্যে উত্তেজনা চলছে। যেকোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ লাগতে পারে দ্ইু পক্ষের।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, কিছুদিন আগেও সালিশী বৈঠকে একজন বৃদ্ধকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। যাদুলষ্করের ঘটনাটি আমরা তদন্ত করছি। মামলা নেয়ার মতো হলে নিবো। আর ওই এলাকায় উভয়পক্ষের মধ্যকার উত্তেজনা ঠেকাতে বিট পুলিশকে সতর্ক পাহাড়ায় রাখা হয়েছে। কেউ আইনশৃংখলা পরিস্থিতির অবনতি করার চেস্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪