সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজার্ভ চুরি : ফেঁসে যাচ্ছে ৬ দেশের নাগরিক

news-image

নিজস্ব প্রতিবেদক : সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন প্রায় শেষ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মামলায় বাংলাদেশসহ ভারত, ফিলিপাইন, চীন, শ্রীলংকা ও জাপানের ছয়টি দেশের ৪০ ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিটের প্রস্তুতি নিয়েছে সিআইডি।

সিআইডি জানিয়েছে, ৫শ’ ৬১ কোটি টাকা উদ্ধারে সাউদার্ন ডিসট্রিক্টের আদালতে একটি মামলা নিষ্পত্তির জন্য অপেক্ষা করছেন তারা। মামলাটি নিষ্পত্তি হলেই বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মতিঝিল থানায় সেই রিজার্ভ চুরির মামলার চার্জশিট দেবে সিআইডি।

সিআইডি জানায়, যুক্তরাষ্ট্রে করা মামলা দেখভাল করার জন্য বাংলাদেশের নিয়োগকৃত অ্যাটর্নি আমেরিকায় আছে। তিনি সিআইডিকে জানিয়েছেন, মামলাটি নিষ্পত্তি হতে খুব বেশি সময় লাগবে না। তারপরও সিআইডির পক্ষ থেকে মামলাটি দ্রুত শেষ করার তাগিদ দিচ্ছে। কারণ ওই মামলা শেষ হলেই সিআইডি আদালতে চার্জশিট জমা দেবে।

সিআইডি কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি দেশের নাগরিকের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ তদন্তে উঠে এসেছে। তবে কোনো দেশকে দায় দেয়ার সুযোগ নেই। কেননা ব্যক্তির দায় রাষ্ট্র নেবে না। এই ব্যক্তিরা বিভিন্ন দেশে বসে কাজগুলো করেছিলেন। সেজন্য সেসব দেশের নাম এসেছে। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট দেশের কোনো সম্পর্ক নেই।

ডিজিটাল জালিয়াতির মাধ্যমে রিজার্ভের অর্থ চুরির এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা বাদী হয়ে ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা করেন। বাণিজ্য কারসাজির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়। সর্বশেষ এ ঘটনায় মামলা হলে তা তদন্তের জন্য আনুষ্ঠানিক দায়িত্ব পায় সিআইডি। বাংলাদেশ জার্নাল

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে