শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরাজের ফিফটিতে সাড়ে তিনশ পার বাংলাদেশের

news-image

অনূর্ধ্ব-১৯ যুবদলের অধিনায়ক হিসেবে অলরাউন্ডার হিসেবেই পরিচিত ছিলেন। অফ ব্রেকের পাশাপাশি ব্যাটিংটাও ছিল দারুণ। কিন্তু জাতীয় দলে নাম লিখিয়ে ব্যাটিংটা পারফরম্যান্সটা কখনোই খুব ভালো হয়নি মেহেদী হাসান মিরাজের। নিচের দিকে নেমেছেন। মোটামুটি কিছু রান করে যেতে পারেন—বাংলাদেশ দলে এই হচ্ছে মিরাজের পরিচিতি। তবে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সেই মিরাজই খেললেন দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ৩৫৯/৮।

২০১৮ সালের নভেম্বরের পর টেস্টে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন মিরাজ। সর্বশেষ ফিফটিটি তাঁর এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে, ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এরপর ১২ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ছিল ৩৮। আজ ফিফটিটি এল গুরুত্বপূর্ণ সময়েই। এখনো পর্যন্ত ১২২ বল খেলে ৬০ রান করেছেন তিনি। সাকিব আল হাসানের সঙ্গে গড়েছিলেন ৬৭ রানের জুটি। সাকিবের বিদায়ের পর অবশ্য মিরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম। বাঁ হাতি স্পিনার তাইজুলের মাঝে মধ্যে মাটি কামড়ে পড়ে থাকার সামর্থ্য আছে। সেটি তিনি দেখিয়েছেন আজ চট্টগ্রামে। ৭২ বল খেলে ১৮ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি।। মিরাজ-তাইজুল জুটিতে এসেছে ৪৪ রান (১১৭ বলৈ)। সাকিবের ফেরার পর এই জুটি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটি এখন প্রমাণিতই। তাইজুলের পর উইকেটে এসেছেন নাঈম হাসান।

দ্বিতীয় দিনে সকাল থেকে ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতেই ৩৮ রানে আউট হন লিটন দাস। এরপর ৬৮ রান করে ফেরেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম দুটি সাফল্যই এনে দিয়েছেন স্পিনাররা। জোমেল ওয়ারিক্যান ও রাকিম কর্নওয়েল। ৪ উইকেট নিয়ে এখনো পর্যন্ত ক্যারিবীয় দলের সেরা বোলার ওয়ারিক্যানই। একটি উইকেট পেয়েছেন গ্যাব্রিয়েল।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ