শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রস্তুতি ম্যাচে বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবি একাদশকে ১৬০ রানে অলআউট করে বড় লিডের পথে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৯।

দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়ানরা এগিয়ে আছে ২৭৬ রানে। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া দলটি দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারালেও বিপদ সামলে নিয়েছে।

জন ক্যাম্বেলের ৬৮ ও এনক্রুমা বোনারের অপরাজিত ৮০ রানের ইনিংসে দুইশর কাছে গিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে দুই ব্যাটসম্যান যোগ করেছেন ১২৯ রান।

ক্যাম্বেল সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাওয়া ৯৭ রানের লিডই ক্যারিবীয়দের এগিয়ে দিয়েছে ম্যাচে।

সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও তৌহিদ হৃদয়।

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু রাকিম কর্নওয়ালের ঘূর্ণি জাদুতে সেটি সম্ভব হয়নি। শেষ ৩০ রানে ৬ উইকেট হারিয়ে দেড়শ পেরিয়েই থেমে যায় নুরুল হাসান সোহানের দল।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন নাঈম শেখ। অধিনায়ক সোহানের ব্যাট থেকে এসেছে ৩০ রান। সাদমান ইসলাম ২২, সাইফ হাসান ১৫, শাহাদাত হোসেন দীপু করেন ১৩ রান। বাকি কেউই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে।

অফস্পিনার রাকিম কর্নওয়াল ৪৭ রানে নিয়েছেন ৫ উইকেট। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ২৫ রানে শিকার ৩ উইকেট। পেসার কেমার রোচ ও আলজারি জোসেফ নেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪