সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার লেখক নাজমুল কবির, ‘ক’ বর্ণ দিয়ে লিখেছেন  ২৭ হাজার শব্দ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : সৃজনশীল মানুষের সৃষ্টিকর্মই হচ্ছে বড় অর্জন। এমনি একজন লেখকের সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। যিনি ২৭ হাজার শব্দের ৩ টি গল্প লিখেছেন যার প্রতিটি শব্দ ‘ক’ দিয়ে শুরু। প্রায় ২০ বছর সাহিত্য সাধনা করে বাংলা সাহিত্যে নতুন ধারার উদ্ভাবন করেছেন লেখক সরদার মোঃ নাজমুল কবীর। বিরল এ সাহিত্য চর্চা করতে গিয়ে হারিয়েছেন সব কিছুই এমনকি নিজের পরিবারও। এখন তার একমাত্র চাওয়া গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাক তার সাহিত্য কর্ম।
“ কালিকচ্ছ ক্যাম্পের কাছেই কাজীউড়া কৈলাশ কর কেন্দ্রীয় কমার্শিয়াল কলেজ। কেউ কেউ কইবেন, কালিকচ্ছটা কোথায়?” এভাবেই প্রতিটি শব্দের আদ্যক্ষর শুরু করেছেন ‘ক’ দিয়ে। যা ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করেছে পাঠকদের মাঝে। দীর্ঘ প্রায় ২০ বছর সাহিত্য সাধনা করে ৩ টি গল্প রচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার লেখক এস,এম নাজিমুল কবির ইকবাল (ছদ্মনাম ইসমোনাক)। যার প্রতিটি শব্দের আদ্যক্ষর একটি মাত্র বর্ণ ‘ক’ দিয়ে শুরু।
কবিতার ক্ষেত্রে একটি লাইনের প্রথম অক্ষরটি একটি নির্দিষ্ট বর্ণ দিয়ে শরু হলেও
গদ্য সাহিত্যের ক্ষেত্রে প্রতিটি শব্দের প্রথম আদ্যক্ষর একটি নির্দিষ্ট শব্দ দিয়ে শুরু
করা বিরল বলে মনে করছেন বিশিষ্ট জনেরা। ১৯৬৭ সালের ৩০শে সেপ্টেম্বর সরাইল
উপজেলার নোয়াগাঁও গ্রামে মেধাবী এই লেখকের জন্ম। গ্রামের মক্তবে শিক্ষা
জীবনের হাতেখড়ি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক ডিগ্রী অর্জন
করেন।
এরপর কিছুদিন শিক্ষকতা শেষে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। এ পর্যন্ত তিনি কেষ্ট কবির কষ্টগুলো, কেষ্ট কবির বনফারেন্স ও কেষ্ট কবি নামে প্রায় ২৭ হাজার শব্দের ৩ টি গল্প লিখেছেন যার প্রতিটি শব্দের আদ্যক্ষর ছিল ‘ক’। এর মাধ্যমে তিনি নিজের জীবনের দুঃখ-দুর্দশার চিত্র তুলে ধরেছেন। ২০১০ সালে কেষ্ট কবির কষ্টগুলো, ২০১৩ সালে কেষ্ট কবির কনফারেন্স ও ২০১৬ সালে কেষ্ট কবি নামের তার রচিত ৩টি বই প্রকাশিত হয়। সূধীজনরা বিষয়টিকে সাহিত্য সাধনায় অভিনব উদ্ভাবন বলে দাবী করেছেন। তবে সাহিত্য সাধনা করতে গিয়ে জীবন-যৌবনের পাশাপাশি হারিয়েছেন আপনজনদেরও।
এখন তার একমাত্র চাওয়া হচ্ছে এই সৃষ্টি কর্মকে বিশ্বের ৪০ কোটি বাংলা ভাষাভাষী মানুষসহ সকলের কাছে ছড়িয়ে দেয়া। নিজ সাহিত্য কর্মকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যে এটি বিরল । তিনি গবেষণার মাধ্যমে এর শ্রেষ্ঠত্ব বেরিয়ে আসবে বলে মনের করেন ।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে