রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত ও জরুরিভাবে টিকা পাবে বাংলাদেশ : দোরাইস্বামী

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ‘দ্রুত ও জরুরিভাবে’ করোনার টিকা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

শনিবার ভারতীয় হাইকমিশনার রাজধানীতে এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, পূর্বের আশ্বাস অনুযায়ী বাংলাদেশ ভারতীয় উৎপাদকের কাছ থেকে ‘দ্রুত ও জরুরিভাবে’ করোনাভাইরাস টিকার সরবরাহ পাবে।

তিনি বলেন, বাংলাদেশ আমাদের অগ্রাধিকার, এই আশ্বাস ইতোমধ্যে আপনাদের দেয়া আছে।

প্রথম যোগাযোগ বাংলাদেশ সরকারের সাথে করা হবে উল্লেখ করে তিনি বলেন, এটা করা হচ্ছে।

ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় বাংলাদেশকে ভারতের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার বিষয়টি পুনরায় উল্লেখ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত বছরের ১৭ ডিসেম্বর এক সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন যে ভারতে টিকা উৎপাদনের সাথে সাথেই তা বাংলাদেশকে দেয়া হবে।

শনিবার ভারত টিকাদান কর্মসূচি শুরু করেছে। এর লক্ষ্য কোভিড-১৯ মোকাবিলায় ১৩০ কোটি লোককে টিকা দেয়া, খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রের পর করোনা আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

টিকাদান কর্মসূচি শুরুর আগে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নামে অনুমোদিত টিকার কয়েক মিলিয়ন ডোজ দেশটির বিভিন্ন জায়গায় পাঠানো হয়।

শনিবার সকালে টিকা কর্মসূচির উদ্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমরা বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটি বিশ্বে আমাদের সক্ষমতা প্রমাণ করে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশীরা প্রথমে টিকা পাবেন বলে আশ্বস্ত করেছেন এবং এ তালিকায় বাংলাদেশ অগ্রাধিকারে আছে।

টিকা পাঠানোর প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের টিকা কার্যক্রম শুরু হয়েছে। জরুরিভিত্তিতে বাংলাদেশও তা পাবে।’

হাইকমিশনার বলেন, সবকিছু প্রস্তুত রয়েছে। সরকারের নির্দেশ পাওয়ার সাথে সাথে তারা সে অনুযায়ী কাজ শুরু করবেন।

টিকা পাওয়া প্রত্যেকেরই অধিকার এবং অংশীদাররা যাতে দ্রুত তা পান সে বিষয়টি তারা নিশ্চিত করবেন বলে জানান তিনি।

দেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে এক চুক্তি রয়েছে বাংলাদেশের। সূত্র: ইউএনবি।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪