সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বজনদের মাধ্যমে পাচার ৩ কিশোরীকে দেশে ফেরত

news-image

অনলাইন ডেস্ক : ভালো কাজের প্রলাভন দিয়ে প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে ভারতে পাচারের শিকার তিন কিশোরী উদ্ধারের দুই বছর পর দেশে ফিরেছে। আজ শুক্রবার বিকেল পাঁচটায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা কিশোরীদের পরিবারের কাছে পৌঁছে দিতে বেনাপোল থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করেছে। সন্তানদের ফেরত পাওয়ায় বুকে জড়িয়ে নেন বাবা-মা। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।

ফেরত আসা কিশোরীরা হলেন-যশোরের শার্শার মুসলিমা খাতুন (১৭), ভোলার শিল্পী আক্তার পাখি ( ১৮) ও বাগেরহাটের রাবেয়া খাতুন (১৬)।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত জানান, কিশোরীদের কাউকে নায়িকা বানানো, কাউকে ভালো কাজ, আবার কাউকে বেড়ানোর কথা বলে তাদের স্বজনরা ভারতে নিয়ে যায়। পরে তাদেরকে বিভিন্ন ঝুকিপূর্ণ কাজে ব্যবহার করে।

ভারতীয় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। পরে দেশটির মুম্বাইয়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের তত্ত্বাবধানে রাখে। সংস্থাটি মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের চিঠি আদানপ্রদানের মাধ্যমে ট্রাভেল পারমিটে আজ বিকেলে তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়।

ভুক্তভোগী কিশোরী রাবেয়া জানায়, ছোটবেলা থেকে তার শখ ছিল মডেল হওয়া। কিন্তু বাবা-মা রাজি না থাকায় সম্ভব হচ্ছিল না। এসময় প্রতিবেশী চাচি তাকে মডেল বানানোর আশ্বাসে ভারতে নিয়ে খারাপ কাজে লাগানোর চেষ্টা করে। সে রাজি না হলে মারধরও করে। পরে সুযোগ পেয়ে পালিয়ে সে পুলিশের শরণাপন্ন হয়।

এদিকে দিনমজুর পরিবারের প্রতিবন্ধী কিশোরী মুসলিমাকে বাবা-মার অজান্তে প্রতিবেশী স্বজনরা ভারতে নিয়ে বিক্রি করে দেয়। বিষয়টি তার মা জানতে পেরে পাচারকারীদের বিরুদ্ধে থানায় মামলা করে।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা তিন কিশোরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিওটি তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে