শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু কাপের শিরোপা কার হাতে উঠবে?

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের অনুপস্থিতি সত্বেও আগামীকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। স্টেডিয়াম থেকে সরাসরি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।

প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। ঐ ম্যাচের পরই শ্বশুর অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তার শ্বশুর মারা যান।

লিগ পর্বে নিজেদের নামের সুবিচার করতে পারেননি সাকিব। তবে কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে খুলনার জয়ে ভূমিকা ছিলো সাকিবের। খুলনার আশা ছিলো ফাইনালেও জ্বলে উঠবেন সাকিব। কিন্তু ফাইনালে না থাকায় সাকিবের অনুপস্থিতি দল টের পাবে বলে অকপটে স্বীকার করলেন খুলনার কোচ মিজানুর রহমান বাবুল।

তিনি বলেন, ‘অবশ্যই তার অনুপস্থিতি দলে বড় প্রভাব ফেলবে। কারণ এক সাথে দু’জন খেলোয়াড়ের ভূমিকা পালন করে থাকে সাকিব। ফাইনালে আমরা সাকিবকে মিস করবো। কিন্তু সবার আগে পরিবার।’

বাবুল আরও জানান, ‘সাকিবের অনুপস্থিতি সত্বেও খেলোয়াড়রা অনুপ্রাণিত। কারণ তারা ফাইনাল খেলছে। আমরা এখানে ট্রফি জিততে এসেছি এবং টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেদের সেরাটা দিতে চাই।’

তবে কোয়ালিফায়ারে চট্টগ্রামকে হারালেও ফাইনালে জয় পাওয়া সহজ হবে না খুলনার। লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে চট্টগ্রাম। আট ম্যাচের সাতটিতেই জিতেছে তারা। লিগ পর্বে চট্টগ্রামের সাথে খুলনার ব্যাপক পার্থক্য ছিলো। চার জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিলো খুুলনা।

ডাবল-লিগের আসরে দু’বারই খুলনাকে হারায় চট্টগ্রাম। প্রথম দেখায় খুলনাকে ৯ উইকেটে হারায় চট্টগ্রাম। চট্টগ্রামের বোলারদের সামনে অসহায় ছিলো খুলনার ব্যাটসম্যানরা। মাত্র ৮৬ রানে অলআউট হয় খুলনা। ফিরতি পর্বে ৩ উইকেটে খুলনাকে হারায় চট্টগ্রাম।

প্রথম কোয়ালিফায়ারে মাশরাফি বিন মর্তুজার আগুন বোলিংয়ে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের টিকিট পায় খুলনা। টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৪ ওভারে ৩৫ রানে ৫ উইকেট নেন মাশরাফি।

প্রথম কোয়ালিফায়ারে হারলেও টুর্নামেন্টে টিকে ছিলো চট্টগ্রাম। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ ছিলো চট্টগ্রামের। সেখানে বেক্সিমকো ঢাকাকে সাত উইকেটে হারায় চট্টগ্রাম। ফলে ফাইনালে খুলনার প্রতিপক্ষ হিসেবে নাম লেখায় চট্টগ্রাম। তাই ফাইনালটি হাই-ভোল্টেজ ম্যাচে রুপ নিয়েছে। কারণ লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলছে।

টুর্নামেন্টে মাত্র ২টি ম্যাচ হারলেও, ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতার কারণে খুলনাকে এগিয়ে রাখছেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি ম্যাচ, এখানে অভিজ্ঞতার গুরুত্ব বেশি। খেলোয়াড়দের কারণে উভয় দলই অভিজ্ঞ, তবে অভিজ্ঞতার বিচারে খুলনা আমাদের চেয়ে এগিয়ে রয়েছে।’

খুলনাকে এগিয়ে রাখলেও, ট্রফি জয়ের আশা ছাড়ছেন না সালাউদ্দিন। তিনি বলেন, ‘প্লেয়ার ড্রাফটে আমরা অভিজ্ঞতা ও টি-টোয়েন্টিতে পারদর্শী খেলোয়াড়দের নেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি, আমাদের মিডল-অর্ডার শক্তিশালী এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচে সেটি প্রদর্শন করা।’

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ