সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : ডেভিড মালানের ফিফটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ তে সিরিজ নিশ্চিত হলো সফরকারিদের। প্রথম ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল ইংলিশরা।

১৪৭ রান তাড়া করতে নেমে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপেই পড়ে যায় ইংল্যান্ড। মালানের ৪০ বলে ৫৫ রানের ইনিংস দলকে পথ দেখিয়েছে। ৭ চারের সঙ্গে তিনি হাঁকান ১ ছক্কা।

মালান যখন ফিরে যান, দল তখনও জয় থেকে ১৪ রান দূরে। তবে অধিনায়ক ওয়েন মরগান ১ বল হাতে থাকতেই দলের জয় নিশ্চিত করেছেন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৬ রান করেন তিনি।

প্রোটিয়াদের পক্ষে তাবরাইজ শামসি টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

এর আগে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রানের পুঁজি গড়ে। অধিনায়ক কুইন্টন ডি কক ১৮ বলে ৩০ রান করেন। এ ছাড়া ভন ডার ডুসেন ২৯ বলে অপরাজিত ২৫, জর্জ লিন্ডে ২০ বলে ২৯ রান করেন।

ইংলিশদের পক্ষে আদিল রশিদ ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন মালান।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ কেপ টাউনে, মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১৪৬-৬ (২০ ওভার): ডি কক ৩০(১৮), রশিদ ২-২৩

ইংল্যান্ড ১৪৮-৬ (১৯.৫ ওভার): মালান ৫৫(৪০), শামসি ৩-১৯

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মালান।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে