সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইথিওপিয়ায় আটকে পড়া ১০৪ বাংলাদেশি উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : যুদ্ধকবলিত ইথিওপিয়ার তিগ্রাই প্রদেশের রাজধানী ম্যাকেলে আটকেপড়া ১০৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই নিরাপদ এবং সুস্থ আছেন।

রোববারের মধ্যে তাদের রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছানোর কথা। যত দ্রুত সম্ভব তাদের ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিচ্ছে জাতিসংঘ।

উদ্ধার হওয়া সবাই বাংলাদেশের পোশাক খাতের বড় শিল্প গ্রুপ ডিবিএলের ইথোপিয়া কারখানায় কর্মকর্তা ছিলেন। তাদের সঙ্গে চারজন ইতালীয় নাগরিকও রয়েছেন। ঢাকায় ডিবিএল গ্রুপের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম রহিম ফিরোজ শনিবার রাতে সমকালকে বলেন, উদ্ধার হওয়া তাদের সব কর্মী জাতিসংঘের সহযোগিতায় ম্যাকেলে থেকে নিরাপদে ফিরেছেন। দুটি বাসে এখন তারা আদ্দিস আবাবার পথে রয়েছেন। টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগের আওতায় আসার পর পরিবার-পরিজনের সঙ্গে কথা বলেছেন তারা। এখন আর কোনো সমস্যা নেই। আদ্দিস আবাবায় পৌঁছার পর বিমানযোগে তাদের ঢাকায় আনার চেষ্টা করা হচ্ছে।

তিগ্রাই অঞ্চলের আঞ্চলিক বিদ্রোহী দল টিগারি পিপলস লিবারেশন ফ্রন্ট কেন্দ্রীয় সেনাক্যাম্পে হামলা চালালে সেখানে পরিস্থিতির অবনতি হয়। টেলিফোন ও ইন্টারনেটসহ সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অন্যদের সঙ্গে ডিবিএলের এই ১০৪ কর্মী অবরুদ্ধ হয়ে পড়েন।

ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক বার্তায় বলা হয়, যুদ্ধকবলিত তিগ্রাই অঞ্চলে থাকা বাংলাদেশিরা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের সহযোগিতা দিচ্ছে।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার সংবাদমাধ্যমকে বলেছেন, আটকেপড়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তারা। এ ছাড়া জাতিসংঘ মিশন, ইথিওপিয়ার বিনিয়োগ কর্তৃপক্ষ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ম্যাকেলের ডিবিএলের কারখানায় দুই হাজার শ্রমিক কাজ করেন। তারা সবাই স্থানীয় ইথিওপিয়ান। বাংলাদেশিরা সুপারভাইজার, প্রকৌশলী, হিসাবরক্ষকসহ বিভিন্ন পদে কাজ করতেন। এ ঘটনার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হবে কিনা জানতে চাইলে এম রহিম ফিরোজ বলেন, আপাতত বাংলাদেশিদের নিরাপদে দেশে আনার কথাই ভাবছেন তারা। পরিস্থিতি বুঝে কারখানার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে