সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে ‘সাধু বাবা’ সেজে তিনজনকে অচেতন করে চুরি

news-image

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাধু বাবা সেজে একই পরিবারের তিনজনকে নেশা জাতীয় পানীয় খাইয়ে অচেতন করে স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চৌমহনী উত্তর দুর্গাপুর গ্রামের শীল বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন হওয়া ব্যক্তিদের আজ বৃহস্পতিবার ভোরে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়। তারা হলেন-দুর্গাপুর গ্রামের শীল বাড়ির খোকন শীল (৪৫), তার স্ত্রী ঝর্ণা শীল (৩৪) ও ছেলে মিঠুন শীল (২০)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

অচেতন খোকন শীলের স্বজনরা জানায়, গত দু-তিন ধরে একজন বৃদ্ধ লোক লোকনাথের বেশে সাধু বাবা সেজে ঘোরাঘুরি করছিলেন। ঘটনার রাতে ওই ব্যক্তি খোকন শীলের ঘরে যান এবং তাদের পরিবারের উন্নতির জন্য ঝাড়ফুক ও পানিপড়া দেন। এরপর খেতে বললে রাতে তিনি কিছু খান না বলে জানান। পরে ওই সাধুকে তাদের ঘরেই থাকতে দেওয়া হয়।

রাত ৪টার দিকে বাসনা রাণী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে দেখেন তার দেবর খোকন শীলের ঘরের দরজা খোলা। এ সময় তিনি তাদেরকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে দেখেন তারা সবাই অজ্ঞান হয়ে আছেন। ঘরের স্টিলের আলমারি, কম্বলসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো।

ওই সাধু বাবাও ঘরে শোয়ার খাটে নেই। পরে তিনি চিৎকার করলে বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে তারা দেখেন ঝর্ণা শীলের কানের দুল ও নাক ফুল নেই। তবে ঘরের অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে কি না ভুক্তভোগীদের স্বজনরা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা বলেন, ‘এ ঘটনার ব্যাপারে কেউ আমাদের খবর দেয়নি। থানায় অভিযোগও করেনি। যেহেতু এখন খবর পেলাম, দ্রুত ফোর্স পাঠিয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেবো।’

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে