রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় গিয়ে নৌকার প্রার্থী নীরা হৃদরোগে আক্রান্ত

news-image

যশোর ব্যুরো : নির্বাচনী প্রচারণার শেষ দিন গণসংযোগে অংশ নিয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছেন সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকার প্রার্থী নুরজাহান ইসলাম নীরা।

রোববার বিকালে তিনি উপজেলার ভেকুটিয়া এলাকায় গণসংযোগকালে হৃদরোগে আক্রান্ত হন। নেতাকর্মীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাকে খুলনায় পাঠানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শওকত আলী বলেন, তাকে সুস্থ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। অবস্থা গুরুতর নয়। তবে ৭২ ঘণ্টার আগে আশঙ্কামুক্ত এটাও বলা যাচ্ছে না। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরজাহান ইসলাম নীরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তবে অবস্থা গুরুতর হয়। তার এনজিওগ্রাম করাতে হবে। কিন্তু যশোরে সেই ব্যবস্থা না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ডাক্তারা খুলনায় পাঠিয়েছেন।

মঙ্গলবার যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নুরজাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রার্থী হয়েছেন বিএনপির নূর-উন-নবী। রোববার ছিল নির্বাচনী প্রচারণার শেষ দিন।

এদিকে, নির্বাচনী প্রচারণার শেষ দিনেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলাজুড়ে ব্যাপক গণসংযোগ করেছেন। করেছেন নির্বাচনী পথসভা, নৌকার প্রচার মিছিল। অসুস্থ হওয়ার আগে সারাদিন নির্বাচনী মাঠে ছিলেন নুরজাহান ইসলাম নীরাও।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪